মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩৯:১৮

ঘুষ কেলেঙ্কারিতে জেলে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী

ঘুষ কেলেঙ্কারিতে জেলে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ঘুষ আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরও আমাদের সমাজে ঘুষের লেনদেন কোন ক্রমেই রোখা যাচ্ছেনা। তবে এতদিন পর্যন্ত ঘুষের কেলেঙ্কারির সাথে জড়িত থাকার কথা এমপি-মন্ত্রী বা সাধান লোকদের নিয়েই শোনেছি। অবাক হলেও সত্য এবার সেই অপরাদে একজন প্রধানমন্ত্রীর নামও জড়ালো। ঘুষ নেয়ার অপরাধে ১৮ মাসের জেল হয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়। আগামী বছর ১৫ই ফেব্রুয়ারি থেকে তার সাজার মেয়াদ শুরু হবে। গত বছর ইসরায়েলের একটি নিম্ন আদালত ঘুষ নেয়ার অপরাধে মি. ওলমার্টকে ছয় বছর কারাদন্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে তার সাজার মেয়াদ কমিয়ে ১৮ মাস করে। জেরুজালেমের মেয়র পদে থাকার সময় মি. ওলমার্ট একটি রিয়েল এস্টেট কেলেংকারিতে এই ঘুষ খান বলে অভিযোগ করা হয়। ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে