বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ০৯:৩৩:২১

এক বৃদ্ধাশ্রমের ৭০ জন বৃদ্ধের প্রাণ কেড়ে নিলো করোনা ভাইরাস

এক বৃদ্ধাশ্রমের ৭০ জন বৃদ্ধের প্রাণ কেড়ে নিলো করোনা ভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের বিস্তার ঘটার পর থেকেই একের পর এক দুঃসংবাদ শুনতে শুনতে সারাবিশ্বের মানুষের কাছে বিষয়টা যেন কিছু শরীর সওয়া হয়ে গিয়েছিল। কিন্তু এতদিন যত খা'রা'প খবর শোনা হয়েছে, তার চেয়েও ভ'য়'ঙ্কর কোনো সংবাদ শুনতে হবে মানুষকে, তা যেন কল্পনাতেও ছিল না। রীতিমত আঁ'তকে উঠতে হলো সারা বিশ্বকে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটনের এক বৃদ্ধাশ্রমে থাকা ৭০ জন বৃদ্ধের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে। ফক্স নিউজ জানিয়েছে এ খবর। মার্কিন যুক্তরাষ্ট্রে এই বৃদ্ধাশ্রমটি অনেক পুরনো হিসেবে পরিচিত। স্টেট ও ফেডারেল কর্মকর্তারা তদ'ন্তে নেমেছেন, ঠিক কিভাবে এই প্রা'ণঘা'তি ভাইরাসটি বৃদ্ধাশ্রমে প্রবেশ করেছে! একই সঙ্গে কেন এতবেশি মৃত্যু ঘটছে, যা চলমান- সে বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। 

ধা'রণা করা হচ্ছে, করোনা আক্রা'ন্ত এসব বৃদ্ধরা সম্পূর্ণ চিকিৎসা ব'ঞ্চি'ত হয়েছেন। ম্যাসাচুসেটসের এই বৃদ্ধাশ্রমটির নাম হলিওক সোলজার্স। শুধু ওই ৭০জনের মৃত্যু দিয়েই শেষ হচ্ছে না সম্ভবত হলিওক সোলজার্সের করুন পরিণতি। কারণ সেখানে এখনও বাকি থাকা ৮২জন বৃদ্ধও আক্রা'ন্ত করোনা ভাইরাসে। শুধু তাই নয়, আশ্রমটিতে থাকা ৮১জন কর্মচারিও আক্রা'ন্ত কোভিড-১৯ এ। মোটকথা জীবিত ও মৃ'ত মিলিয়ে বৃদ্ধাশ্রমটিতে যত ব্যাক্তি ছিলেন বা রয়েছেন- সবাই করোনায় আক্রা'ন্ত।

অ্যাডওয়ার্ড ল্যাপয়েন্তে নামক এক ব্যক্তির শ্বশুর থাকেন ওই বৃদ্ধাশ্রমে। তিনি বলেন, ''সেখানকার পরি'স্থিতি খুবই ভ'য়ান'ক।'' তার শশুরও করোনা আক্রা'ন্ত। ল্যাপয়েন্তে জানিয়েছেন, এই বৃদ্ধাশ্রমে থাকা আরো মানুষ মা'রা যেতে পারেন। তিনি বলেন, ''এখানে বাকি যারা রয়েছেন, তারা আর কখনও সুযোগ (জীবিত থাকার) পাবেন কি না সন্দে'হ।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে