শুক্রবার, ০১ মে, ২০২০, ০৭:৫৩:৪১

চীনে করোনার উৎপত্তির প্রমাণ নিয়ে যা বললেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

চীনে করোনার উৎপত্তির প্রমাণ নিয়ে যা বললেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে প্র'লয় সৃষ্টিকারী নভেল করোনা ভাইরাস কি উহানের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে? গোটা বিশ্বে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমেরিকার দাবি, উহানের ওই ভাইরোলজি ল্যাবরেটরি থেকেই লিক হয়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘা'তী এই ভাইরাস। এই বিষয়ে আমেরিকা রীতিমত তদ'ন্ত শুরু করেছে। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো হু'মকি দিয়ে রেখেছেন, চীনের কাছ থেকে বড় অংকের ক্ষ'তিপুরণ আদায় করে ছাড়বেন। তবে শুক্রবার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন দাবি করলেন, চীনের উহানের গবেষণাগার থেকে করোনা ভাইরাসের উৎপত্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গত সপ্তাহে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে স্কট মরিসন করোনা ভাইরাসের উৎপত্তি অনুস'ন্ধানে বৈশ্বিক তদ'ন্তের আহ্বান জানিয়েছিলেন। এতে ওই সময় ক্ষু'ব্ধ প্রতি'ক্রিয়া ব্যক্ত করেছিল বেইজিং। শুক্রবার মরিসন জানিয়েছেন, করোনার উৎপত্তি উহানে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে তত্ত্ব হাজির করেছেন তার সমর্থনে অস্ট্রেলিয়ার কাছে কোনো তথ্য-প্রমাণ নেই। 

করোনার প্রাদু'র্ভাব কিভাবে শুরু হয়েছিল এবং এটি কিভাবে এত দ্রুত বিশ্বে ছড়িয়েছে সে বিষয়ে তদন্তের জন্য তিনি যে আহ্বান জানিয়েছিলেন এই সং'শয় তাকেই সমর্থন করছে। মরিসন বলেন, 'আমাদের কাছে আগে যেসব তথ্য ছিল সেগুলো উৎসের ব্যাপারে ই'ঙ্গিত দেয় না। আমরা জানি এটা চীন থেকে শুরু হয়েছিল, আমরা জানি এটা উহান থেকে শুরু হয়েছিল, সম্ভাব্য চিত্রটি হচ্ছে এটি বণ্যপ্রাণীর চো'রাই বাজার থেকে শুরু। তবে এটা এমন ব্যাপার যা পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করতে হবে।'

তবে মরিসন চীনা হু'মকির মুখে সুর বদ'লালেন কিনা সেটা নিয়ে সং'শয় রয়েছে। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে করোনার উৎপত্তি সন্ধা'নে তদ'ন্তের দাবি করার পর অস্ট্রেলিয়ায় বেইজিংয়ের রাষ্ট্রদূত বলেছিলেন যে, তদ'ন্তের জন্য চা'প সৃষ্টি করলে চীনা গ্রাহকরা প্রতি'ক্রিয়ায় অস্ট্রেলিয়ান গরুর মাংস, ওয়াইন, পর্যটন এবং বিশ্ববিদ্যালয়গুলো ব'য়ক'ট করতে পারে। সূত্র : রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে