আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে আত'ঙ্ক সৃষ্টি করেছে করোনা ভাইরাস। এই মা'রণ রোগ চা'প সৃষ্টি করেছে স্বাস্থ্য পরিষেবার উপরও। প্রতিনিয়ত বাড়ছে সং'ক্র'মণের ঘটনা। এহেন পরি'স্থিতিতে শুক্রবার ভারতের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাদ থেকে ম'র'ণঝাঁপ দিয়েছেন এক নারী চিকিৎসক।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হাসপাতালের ৭ তলা থেকে ঝাঁ'প দেন পৌলমী সাহা (২৫) নামের এক নারী চিকিৎসক। গু'রতর আঘা'ত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, এদিন ফিভার ক্লিনিকে ডিউটিতে ছিলেন পৌলমী। বেশ কিছুদিন ধ'রেই মা'নসিক অব'সাদে ভু'গছিলেন তিনি। দেহটি উ'দ্ধার করে ময়নাতদ'ন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এটি আত্মহ'ত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, হাসপাতালে এমন এক ঘটনা ঘটায় রীতিমতো চা'ঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অব'সাদ থেকে আত্মহ'ত্যা করেছেন পৌলমী, না এই ঘটনার নেপ'থ্যে অন্য কোন কারণ রয়েছে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই মনে করছেন, করোনা আবহে প্রচ'ণ্ড চা'পের মধ্যে কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। ফলে অ'বসা'দগ্র'স্ত হয়ে পড়ছেন অনেকেই।