আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজু'ড়ে একটি আত'ঙ্কের নাম করোনাভাইরাস।এর প্রকো'পে প্রায় পু'রো বিশ্বই এখন লকডাউন। ঘরব'ন্দি হয়ে পড়েছে শত শত কোটি মানুষ। এমন অবস্থায় অনেকে ঘরে বসেই করছেন পেশাগত কাজ, করছেন টিভি উপস্থাপনাও। কিন্তু স্পেনের এক সংবাদ উপস্থাপক ঘরে বসেই লা'ইভ করতে গিয়ে বা'ধিয়েছেন অন্য এক বি'প'ত্তি।
স'রাস'রি স'ম্প্র'চারে থাকা অবস্থায় স্পেনের জনপ্রিয় উপস্থাপক আলফোনসো মারলোসের পে'ছন দিক দিয়ে তারই ঘর থেকে বে'রিয়ে যায় বি'ব'স্ত্র অন্য এক নারী। তাতেই প্রেমিকার কাছে ধ'রা পড়ে যান এই উপস্থাপক। পড়েছেন বি'ব্র'তকর অব'স্থায়।
ইউটিউবে ভিডিও কলে এস্তাদো দে আলারমা চ্যানেলের হয়ে কথা বলার সময় আলফোনসো খেয়ালই করেননি যে, তার পেছন দিয়ে বি'ব'স্ত্র অবস্থায় একজন নারী চলে গেছেন। তবে দর্শকরা ঠিকই ধ'রতে পেরেছেন, বি'ব'স্ত্র ওই নারী তার প্রেমিকা মার্টা লোপেজ নন।পরে সেই ভিডিও ইউটিউব তো বটেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ছ'ড়িয়ে পড়ে। এরপর আলফোনসোর বিরু'দ্ধে প্রেমিকার সঙ্গে প্রতা'রণার অভি'যোগ ওঠে।
জানা গেছে, বিব'স্ত্র ওই নারী সে দেশেরই সাংবাদিক ২৭ বছর বয়সী অ্যালেক্সা রিভাস। এমনকি স্পেনের ক'ঠো'রভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দে'শনা ভ'ঙ্গের অভি'যোগ উঠেছে অ্যালেক্সা রিভাস ও আলফোনসোর বিরু'দ্ধে।
আলফোনসো অবশ্য এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খো'লেননি।তাকে আর দেখা যাচ্ছে না টেলিভিশনটিতেও।