শনিবার, ০২ মে, ২০২০, ০৫:৪৫:০২

এতটাই ভয়ঙ্কর করোনা, মাত্র ২০ দিনেই পুরো পরিবার শেষ!

এতটাই ভয়ঙ্কর করোনা, মাত্র ২০ দিনেই পুরো পরিবার শেষ!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ধ্বং'সযজ্ঞ চালাচ্ছে প্রাণঘা'তী করোনা ভাইরাস। এই ভাইরাসের বিষা'ক্ত ছো'বলে ইতোমধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকা ও ইউরোপের দেশ ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রিটেন। আরও অনেক দেশেই তা'ণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। জানা গেছে, বিশ্বের কমপক্ষে ২১২টি দেশ ও অঞ্চলে তা'ণ্ডব চালাচ্ছে এই ভাইরাস।

এই ভাইরাসের থা'বায় দিশেহা'রা হয়ে পড়েছে আমেরিকার। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার দুপুর দেড়টা পর্যন্ত আমেরিকায় করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছে ১১ লাখ ৩১ হাজার ৪৯২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৭৭৬ জনের। আর সুস্থ হয়েছে ১ লাখ ৬১ হাজার ৫৬৩ জন। এছাড়া জীবন-মৃত্যুর স'ন্ধিক্ষণে রয়েছে আরও ১৬ হাজার ৪৮১ জন।

এদিকে, করোনার থা'বায় নিঃশ্বেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি পরিবার। মাত্র ২০ দিনের মধ্যে পরিবারের সবাই মা'রা যায় প্রাণঘা'তী করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে। জানা গেছে, ওই পরিবারের এক তরুণ সদস্য প্রথমে করোনায় আক্রা'ন্ত হন, এরপর আক্রা'ন্ত হন তার বাবা-মাও। একে একে সবাই মা'রা যান কোভিড-১৯ রোগে। 

নিউইয়র্ক পোস্ট জানায়, মারিও মেয়রগা জুনিয়র মিয়ামির সিনাই সেবামূলক সংস্থায় কাজ করতেন, যারা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে ছিল। মার্চের মাঝামাঝি তিনি করোনায় আক্রা'ন্ত হন। এক সপ্তাহের পর তার বাবা-মাও আক্রা'ন্ত হলেন কোভিড-১৯ রোগে। মারিও জুনিয়রের বাবা ৭২ বছর বয়সী মারিও মেয়রগা মা'রা যান ১০ এপ্রিল। 

আর এর নয়দিন পর মারা যায় ৭২ বছর বয়সী মা এসপেরাঞ্জা মেয়রগা। গত রবিবার মা'রা যান মারিও জুনিয়র নিজেই। সম্প্রতি বাবা-মায়ের ৫০তম বিয়ে বার্ষিকীও পালন করেন মারিও জুনিয়র। তার ৪৫ বছর বয়সী বোনও করোনায় আক্রা'ন্ত হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। ৮০ এর দশকে নিকারাগুয়া থেকে পরিবারটি যুক্তরাষ্ট্রে। মারিও সিনিয়র একটি শেষকৃত্য সেবার সঙ্গে কাজ করেছিলেন দীর্ঘদিন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে