হিরার চেয়েও শক্ত পদার্থের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থটির নাম হীরা। তবে সম্প্রতি নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির এক দল বিজ্ঞানী হীরার চেয়েও শক্ত পদার্থের সন্ধান পেয়েছেন। খবর-নিউ ইয়র্ক টাইমস।
খবরে বলা হয়, নতুন আবিষ্কৃত এই পদার্থটি মূলত 'কিউ-কার্বন। গ্রাফাইট বা ডায়মন্ড কার্বনেরই একটি আণবিক গঠন। নতুন পদার্থটিও কার্বনের বিশেষ এক রূপ।
গবেষণা দলের প্রধান বিজ্ঞানী জয় নারায়ণ জানান, এটা একটা যুগান্তকারী আবিষ্কার। নতুন পদার্থের এই ক্যারেট বিস্ময়কর। এমনিতে এক ক্যারেটের সিনথেটিক হীরা ১৫ মিনিটেই তৈরি করা যায়। (এক ক্যারেট সমান ২০০ মিলিগ্রাম)।
গবেষণাগারে তৈরি করা হয়েছে কিউ-কার্বন। স্বল্প দৈর্ঘ্যের লেজার তরঙ্গ কার্বনের ওপর পরিচালিত করে সিনথেটিক হীরার অণু তৈরি করা হয়। ২০০ ন্যানোসেকেন্ড সময় কার্বনের ওপর লেজার রশ্মি প্রয়োগ করে খুব দ্রুত গরম করা হয়। এতেই পাওয়ার যায় বিস্ময়করভাবে শক্ত এই পদার্থ।
জার্নাল অব অ্যাপ্লাইড ফিজিকস-এ গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে। পদার্থটি প্রাকৃতিক পরিবেশে রয়েছে কিনা তা জানা যায়নি। তবে নারায়ণ জানান, হয়তো পৃথিবীর একেবারে গভীরে এর দেখা মিলতে পারে।
এদিকে, হীরার ভূ-রসায়নবিদ এবং গেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকার প্রধান গবেষক উইয়ি ওয়াং জানান, হীরার চেয়ে শক্ত পদার্থ আবিষ্কারের ঘটনাটি দারুণ। যদি তা সত্য হয়, তবে হীরা গবেষকদের মাঝে দারুণ ব্যস্ততা শুরু হবে।
২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�