আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের কুপওয়ারা জেলায় সন্ত্রা'সীদের সঙ্গে গো'লাগু'লিতে দেশটির সেনাবাহিনীর কর্নেল, মেজরসহ নিরা'পত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহ'ত হয়েছেন। শনিবার রাতে শুরু হয়ে গো'লাগু'লি চলে রবিবার ভোররাত পর্যন্ত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহ'তদের মধ্যে সেনাবাহিনীর মোট চারজন সদস্য এবং পুলিশের এক কর্মকর্তা রয়েছেন।
সেনা বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরের হান্দওয়ারায় সন্ত্রা'সীরা বেশ কয়েকজনকে জিম্মি করে। পরে জম্মু-কাশ্মির পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রা'সীদের বিরু'দ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। এতে ঘটনাস্থলে দুই সন্ত্রাসী নিহ'ত হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ''কুপওয়ারা জেলার হান্দওয়াড়া এলাকায় সেনা ও পুলিশের যৌথ অভিযান চলছিল। সে সময় জিম্মি অবস্থায় থাকা বেসামরিকদের ওপর হা'মলা চালানো হয়। তবে নিরা'পত্তা বাহিনী কয়েকজনকে জিম্মি দশা থেকে উ'দ্ধার করে।'' কাশ্মিরে সেনা ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহ'ত হওয়ার ঘটনায় টুইটারে শো'ক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতির'ক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এ ছাড়া শো'ক প্রকাশ করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, কাশ্মির পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং এবং জম্মু ও কাশ্মীরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ হুসেইন। সম্প্রতি ব'ন্দি দশা থেকে মুক্তি পাওয়া জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও টুইটারে নিরা'পত্তা বাহিনীর সদস্য নিহ'ত হওয়ার ঘটনায় শো'ক প্রকাশ করেছেন।