মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪০:৫৮

আইএসকে সাহায্য করায় গ্রেফতার বিমানবাহিনীর অফিসার

আইএসকে সাহায্য করায় গ্রেফতার বিমানবাহিনীর অফিসার

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে বর্তমানের ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে অাইএসআই। সংগঠনটিকে অর্থ প্রধান করা এবং তাদের কাজে নানা ভাবে সাহার্য্য সহযোগিতা করে আসার অপরাধে এর আগেও আটক হয়েছেন কয়েক জন। এবার সেই ঘটনায় গ্রেফতার হলেন ভারতের এক বিমানবাহিনীর সদস্য। পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইকে গোপন তথ্য পাচারের অভিযোগে বিমানবাহিনীর এক অফিসারকে হাতেনাতে ধরল পাঞ্জাব পুলিশ৷ এর আগে পোখরানে প্রাক্তন ফৌজি গোর্ধন সিং রাঠোরকে যেভাবে ধরা হয়েছে, ঠিক সেই একইভাবে এই রণজিৎ সিংকেও টানা তিন-চার মাস ধরে নজরে রাখছিল গোয়েন্দা বাহিনী৷ অবশেষে ক্যাচ কট কট! সূত্রে খবর, কেরালায় বিমানবাহিনী শিবিরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিল গ্রেফতারকৃত অফিসার রণজিৎ সিং৷ এই খবর জানার সঙ্গে সঙ্গে সোমবারই এই অফিসারকে বরখাস্ত করে ভারতের বিমান বাহিনী৷ মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয়৷ প্রথমে রাজস্থান সীমান্ত লাগোয়া পোখরান, তার পর পাঞ্জাবের ভাতিন্দা, পর পর দুই জায়গায় দুজন আইএসআই গুপ্তচরের সন্ধান পেল ভারতের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী৷ ২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে