সোমবার, ০৪ মে, ২০২০, ০৫:৩৪:৪০

শুধু কাশ্মির নয়, গিলগিট-বালতিস্তানকেও নিজেদের অংশ দাবি করলো ভারত

শুধু কাশ্মির নয়, গিলগিট-বালতিস্তানকেও নিজেদের অংশ দাবি করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : গিলগিট-বালতিস্তান নিয়ে পাকিস্তানের বিরু'দ্ধে নতুন করে সুর চড়াতে দেখা গেল ভারতকে। সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানের ভোট নিয়ে প্রশ্ন তুললে ভারত তার ক'ড়া ভাষায় জ'বাব দিয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে বালতিস্তানে দুই দেশের সীমানা নিয়ে ক্রমেই বাড়ছে জটিলতা। ইতিমধ্যেই পাকিস্তানের বিরু'দ্ধে তী'ব্র প্রতিবাদ জানাতে দেখা গেছে ভারতীয় বিদেশ মন্ত্রনালয়কেও। ভারত সাফ জবাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং গিলগিট-বালতিস্তানও এক বড় জায়গা ভারতেরই অংশ। এই নিয়ে আগামী আর কোনও জটিলতা বাড়ুক ভারত তা চায় না।

একইসাথে জো'র পূর্বক পাকিস্তানের এই দ'খলদারির চেষ্টাকেও তুলো'ধনা করেন ভারতের কূটনীতিকরা। পাশাপাশি বালতিস্তানে নির্বাচনের জন্য পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশের বিপক্ষে ভারতও তার সুর অনেকটাই চড়িয়েছে। একইসাথে পাকিস্তানকে দ্রুত অবৈ'ধভাবে দ'খল করা সব জায়গা ছেড়ে দিতেও বলা হয়েছে।

ভারতের দাবি পাক-অধিকৃত কাশ্মীরের সীমানা জো'র করে পরিবর্তন করছে পাকিস্তান। তাই যত শীঘ্র সম্ভব তাদের ওই বলপূর্বক অধিকৃত এলাকা খালি করে দেওয়া উচিত। এদিকে একটি বিশেষ নির্দেশের মাধ্যমে 'পাক অধিকৃত কাশ্মীরের' গিলগিট- বালটিস্তানের অধিকার খ'র্ব করেছিল পাকিস্তানও। জম্মু ও কাশ্মীরে জন্য সংবিধানের ৩৭০ ও ৩৫(ক) ধা'রা বাতিলের অনেকে আগে ২০১৮ সালের মে মাস নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে গিলগিট বালতিস্তানের অধিকার খ'র্ব করে পাকিস্তান। যার জেরে আন্তর্জাতিক মঞ্চে তাদের বি'পাকেও পড়তে হয়। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে