মঙ্গলবার, ০৫ মে, ২০২০, ০৮:২২:০১

কারাগারে করোনায় আক্রা'ন্ত হয়ে মৃত্যু হতে পারে সৌদি রাজকন্যার!

কারাগারে করোনায় আক্রা'ন্ত হয়ে মৃত্যু হতে পারে সৌদি রাজকন্যার!

আন্তর্জাতিক ডেস্ক : এক বছরেরও বেশি সময় ধ'রে কারাগারে ব'ন্দী আছেন সৌদি আরবের রাজকন্য প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ। সম্প্রতি সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মু'ক্তির আবেদন জানিয়েও কোন সাঁ'ড়া পাননি বরং তাকে কা'রাগারের পি'ছনের করোনা ভাইরাস প্রাদু'র্ভাবের একটি এলাকায় রাখা হয়েছে। 

প্রিন্সেস বাসমাহ এখন কারাগারে করোনায় আক্রা'ন্ত হয়ে তার মৃ'ত্যু হতে পারে এমন আ'শ'ঙ্কা করছেন। ৫৬ বছর বয়সী বাসমাহ সৌদি বাদশাহ সৌদ বিন আবদুল আজিজ আল সৌদের মেয়ে। বাসমাহ সমাজসং'স্কা'রক হিসেবে পরিচিত। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বছরের মার্চে সুইজারল্যান্ডে চিকিৎসার জন্য যাওয়ার সময় তাকে আ'টক করা হয়।

রাজকন্যাকে স'ন্ত্রা'সবাদী, দ'ণ্ডপ্রা'প্ত এবং রাজনৈতিক ব'ন্দীদের আ'টকে রাখার জন্য পরিচিত রিয়াদের উচ্চ-নিরা'প'ত্তার আল-হায়র কা'রাগারে রাখা হয়েছে। সেখানে তার করোনায় আ'ক্রা'ন্ত হওয়ার ঝুঁ'কি রয়েছে এবং তার মৃ'ত্যুও হতে পারে।

গত মাসে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বাসমাহ লিখেছেন, আপনারা হয়তো জানেন আমাকে বি'না বি'চারে আল-হায়র কা'রাগারে ব'ন্দী করে রাখা হয়েছে। বর্তমানে আমার শারীরিক অব'স্থা ভে'ঙে পড়েছে। এতে আমার মৃ'ত্যুও হতে পারে। আমি কোনও চিকিৎসা পাচ্ছি না, এমনকি এই চিঠি কা'রাগার থেকে রাজদরবারে পৌঁছানোর পরও আমাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। সূত্র : দ্য স্ট্রেইটস ম্যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে