আন্তর্জাতিক ডেস্ক : চীন তো আগেই পাশে ছিল। এবার বন্ধুত্ব গাঢ় করার পথে পা বাড়াল রাশিয়াও। উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পক্ষ থেকে এই সম্মাননা দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি সোন-গওয়নের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিশ্বের দু'র্ধ'র্ষ রাষ্ট্রনেতাদের মধ্যে যিনি এখন শীর্ষে রয়েছেন তিনি উত্তর কোরিয়ার প্রধান।
মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে চ্যালে'ঞ্জ জানানোর ক্ষ'মতা রাখেন তিনি। সেই কিমকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। পিয়ং ইয়ংয়ে রাশিয়ার দূতাবাসে পুতিনের বার্তা প্রকাশ করে জানানো হয়েছে, দ্বিতীয় বি'শ্বযু'দ্ধে নিহ'ত সোভিয়েতের সেনাদের স্মৃতি সুর'ক্ষিত রাখার জন্যই উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিমকে কমেমোরাটিভ ওয়ার্ল্ড ওয়ার-টু মেডেলে সম্মানিত করা হয়েছে।
উত্তর কোরিয়ায় নিয়জিত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যাটসেগোরা মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি সোন-গওয়নের কাছে এই পুরস্কর প্রদান করেছেন। এই মাসের গোড়ার দিকে অ'সু'স্থ হয়ে পড়ার কারণে কিম অনুষ্ঠানে যোগ দেননি। তবে তাকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হবে। গত কয়েকদিন আগেও উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের অন্ত'র্ধান রহ'স্য দানা বাঁধতে শুরু করেছিল।
দীর্ঘ সপ্তাহ খানেক কিমকে প্রকাশ্যে দেখতে পাওয়া যায়নি। তারপরেই কিমের অ'সু'স্থতার খবর প্রকাশ্যে আসতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও কিমের আরোগ্য কামনায় টুইট করেছিলেন। হংকং টিভিতে কিমের মৃ'ত্যু হয়েছে খবর প্রচারিত হয়েছিল। এই নিয়ে তো'লপা'ড় হয়েছিল গোটা বিশ্ব। অবশেষে সব জ'ল্পনায় জল ঢেলে কয়েকদিন আগেই ফের প্রকাশ্যে এসেছেন কিম জং উন। আর এরই মধ্যে তাকে আবার সম্মানিত করল রাশিয়া। সূত্র: ইয়াহু নিউজ