মঙ্গলবার, ০৫ মে, ২০২০, ১১:২৪:৪৮

করোনা প্রতিরো'ধে নতুন একটি ওষুধ প্রস্তুত করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা

করোনা প্রতিরো'ধে নতুন একটি ওষুধ প্রস্তুত করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ বিজ্ঞানীরা ম'রণঘা'তী করোনাভাইরাস প্রতিরো'ধে নতুন একটি ওষুধ প্রস্তুত করেছেন। সাউথাম্পটন ইউনিভার্সিটি হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ওপর প্রথম এই ওষুধের ট্রা'য়াল চা'লানো হয়েছে। এমনই ত'থ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিসিরি প্রতিবে'দনে জানা যায়, যুক্তরাজ্যের বায়ো-টেক কোম্পানি ‘সিনায়ারজেন’ করোনার এই ওষুধটি বানিয়েছে। ওষুধটিতে ইন্টা'রফেরন বি'টা নামে এমন একটি প্রো'টিন ব্যবহার করা হয়েছে ভাইরাসের সং'ক্রমণ হলে যা মানুষের দেহে উত্পন্ন করে।সি'নায়া'রজে'নের প্রধান নির্বাহী রিচার্ড মারসডেন জানান, ‘এখন পর্যন্ত করোনার ভ্যা'কসিন আবিষ্কার না হওয়ায় চিকিৎসকেরা আক্রা'ন্তদের রোগ প্রতিরো'ধ ক্ষ'মতাকে কাজে লা'গিয়ে কিছু চিকিৎসা করছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই ওষুধটি আবিষ্কার করি।

তিনি বলেন, ই'ন্টার'ফের'ন বি'টা হচ্ছে মানুষের দে'হে ভাইরাসের বিরু'দ্ধে ল'ড়ার জন্য প্রথম প্রতির'ক্ষামূ'লক ব্যবস্থার অংশ। এই প্রো'টিন ব্যবহার করেই করোনার চিকিৎসার ওষুধ তৈরি করা হয়েছে।এদিকে, করোনার এই ওষুধটির জন্য ক্লি'নিক্যা'ল ট্রা'য়ালে ৭৫ জন রোগী অংশ নিয়েছেন। এর মধ্যে একজন ৭৫ বছর বয়সী ব্রিটিশ নারী কায়ে ফ্লি'টনি।

এই ব্রিটিশ নারীকে হাসপাতালে শ্বাস ক'ষ্ট নিয়ে ভর্তি করা হলে তার করোনা ধ'রা পড়ে। সেখানেই তার ওপর নতুন ওষুধটি প্রয়ো'গ করা হয়। তিনি বলেন, নতুন ওষুধটি নিতে আমার কোনো সম'স্যা হয়নি।

যুক্তরাজ্যের ১০টি হাসপাতালে চিকিৎ'সাধীন করোনা আক্রা'ন্তদের ওপর এই ট্রা'য়াল চা'লানো হচ্ছে। ট্রা'য়ালের প্রাথমিক ফলাফল জুনের শেষের দিক পাওয়া যাবে বলে চিকিৎসকরা আশা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে