যে কারণে মার্কিনিদের চেয়ে ভারতীয়দের হৃদয়ের জোর কম
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমীরা ভারতীয়দের চেয়ে অনেক ফাস্ট এবং ভালো জীবনযাপন করে। তার কারণেই তাদের জীবনযাপন ভারতীয়দের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর৷ এই কথাই আবার প্রমানিত হল এক সমীক্ষায়৷ হৃদরোগের সমস্যায় ভারতীয়রা মার্কিনিদের থেকে তিনগুন বেশি ভোগেন৷ এবেলার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
কেবলমাত্র খাদ্যাভ্যাস এবং অসংলগ্ন জীবনযাপনই ভারতীয়দের হৃদরোগের এই প্রবল সমস্যার জন্য দায়ী৷ পরিমানের চেয়ে বেশি খাওয়া এবং অত্যাধিক তেল মশলা জাতীয় খাবার খাওয়ার জন্য হৃদযন্ত্রে গোলযোগ দেখা দেয় ভারতীয়দের, এমনটাই বলছেন ডাক্তাররা৷
সমীক্ষাতে আরও জানা যাচ্ছে যেখানে মার্কিনিদের কার্ডিয়াক সমস্যা দেখা দেওয়ার গড় বয়স ৫০, ভারতীয়দের সেই ক্ষেত্রে বয়স ৪০৷ এছাড়াও হৃদযন্ত্রে সমস্যা হওয়ার অনেক ক্ষেত্রেই কারণ সচেতনতার অভাব, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷ বুকে ব্যথা বা ক্রমাগত যন্ত্রণা অনুভূত হওয়ার ব্যাপারগুলিকে সঠিক সময় নজর না দেওয়াতেও হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন ভারতীয়রা৷
২৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�