আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিদের অন্যতম প্রধান ধর্মীয় নেতা ও ধর্মীয় আইনবীদ রাব্বি নাছুম রাবিনোভিচ মা'রা গেছেন। ৯২ বছর বয়সী এই শীর্ষ ধর্মীয় নেতা মঙ্গলবার রাতে ইন্তে'কাল করেছেন। রাব্বি নাছুম ছিলেন মালে আদুমিমের বীরকাত মোশে হেসডার যিশিবের ডিন।
এটি ইহুদিদের ধর্মীয় আইন সম্পর্কিত একটি অত্যন্ত সম্মানিত কর্তৃপক্ষ। ১৯২৯ সালে কানাডার মন্ট্রিলে জন্মগ্রহণকারী রবিনোভিচ বাল্টিমোর রাব্বি ইয়াকভ ইয়েজচোক রুদর্মানের ইসরায়েলি যিশিবের ডিন নিযুক্ত হন। তিনি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পিএইচডি অর্জন করেছিলেন।
রবিনোভিচ তার জীবনের বেশিরভাগ সময় ইহুদি ধর্মীয় রাব্বি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শিক্ষকতা করে অতিবাহিত করেছিলেন। ১৯৮৩ সাল থেকে তিনি ইসরায়েলে বসবাস করছিলেন। গোড়া ধর্মীয় ডানপন্থী হিসাবে পরিচিত রাবিনোভিচ ইসরায়েল-ফিলিস্তিন সংঘ'র্ষের মূল ইন্ধ'নদাতা ছিলেন। অসলো শান্তি চুক্তির বি'রু'দ্ধে তী'ব্র বিরো'ধিতা করেছিলেন তিনি এবং ফিলিস্তিনি ভূখন্ডে ইহুদি জনবসতি গড়ে তোলার পক্ষে ছিলেন।
রাবিনোভিচ তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনকে 'মোসার' হিসাবে নি'ন্দা করেছিলেন। যিনি ইহুদি বা ইহুদি সম্পত্তি অ-ইহুদি কর্তৃপক্ষের হাতে তুলে দেন। আইজ্যাক রবিন আত'তায়ী হাতে নিহ'ত হওয়ার পর রাব্বি নাছুমের বিরু'দ্ধে হ'ত্যায় প্ররো'চিত করার অভিযো'গে তদ'ন্ত শুরু হয়েছিল।
যদিও কখনো তাকে অভি'যুক্ত করা হয়নি। ১৯৯৫ সালের ৪ নভেম্বর ইসরায়েলের ক'ট্টর ইহুদি ধর্মাবলম্বী ও অসলো শান্তি চুক্তির বিরো'ধী ইগাল আমিরের কর্তৃক তিনি নিহ'ত আইজ্যাক রবিন। তিনিই একমাত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী যিনি আত'তায়ীর হাতে নিহ'ত হন। সূত্র : জেরুজালেম পোস্ট।