বৃহস্পতিবার, ০৭ মে, ২০২০, ০২:৩৩:৫৮

হাজার হাজার মানুষকে দ্রু'ত স'রিয়ে নেওয়া হচ্ছে

 হাজার হাজার মানুষকে দ্রু'ত স'রিয়ে নেওয়া হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের প্লাস্টিক কারখানা থেকে ছ'ড়িয়ে পড়া বি'ষা'ক্ত গ্যাসে অন্তত আট জন নিহ'ত ও প্রায় পাঁচ হাজার মানুষ আক্রা'ন্ত হয়েছেন। মা'রা গেছে বহু গবাদি পশুও। করোনাভাইরাসের কারণে গত ৪০ দিন ধ'রে বন্ধ থাকার পর এলজি পলিমার নামের কারখানাটি আবারও সচলের চেষ্টার সময় বি'ষা'ক্ত গ্যাস ছ'ড়িয়ে পড়া শুরু করে। হ'তাহ'তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশ'ঙ্কা রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, ওই কারখানা ঘিরে পাঁচ কিলোমিটার এলাকা থেকে হাজার হাজার মানুষ স'রিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

১৯৬১ সালে হিন্দুস্তান পলিমার হিসাবে প্রতিষ্ঠিত সংস্থাটিকে ১৯৯৭ সালে দক্ষিণ কোরিয়ার এলজি কেম অধিগ্রহণ করে। তারপরেই এই সংস্থাটির নতুন নাম হয় এলজি পলিমারস ইন্ডিয়া। এই প্লান্টটি মূলত পলিসট্রিন তৈরি করে, যা দিয়ে বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা এবং অন্যান্য প্লাস্টিকের জিনিস তৈরি করা হয়।

প্রাথমিক ভাবে পাওয়া ত'থ্য অ'নুযায়ী বুধবার রাত আড়াইটার দিকে ওই কারখানা থেকে গ্যাস ছ'ড়িয়ে পড়তে শুরু করে। তবে গ্যাস ছ'ড়িয়ে পড়ার কারণ এখনও জানা যায়নি। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বি'ষাক্ত গ্যাস ছ'ড়িয়ে পড়ার সময়ে কারখানাটিতে খুব কম সংখ্যক কর্মী নিয়োজিত ছিলো। তিনি জানান, কারখানার পাঁচ হাজার টনের ট্যা'ঙ্ক থেকে গ্যাস ছ'ড়িয়ে পড়তে থাকে। করোনাভাইরাস লকডাউনের কারণে মার্চের পর থেকে ওই ট্যা'ঙ্কের আর কোনও র'ক্ষণাবে'ক্ষণ হয়নি। এর ফলে রাসা'য়নিক বিক্রি'য়া এবং তা থেকে সৃষ্ট তাপের কারণে গ্যাস লি'ক হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধা'রণা করা হচ্ছে বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে