বৃহস্পতিবার, ০৭ মে, ২০২০, ০৪:৩৮:১৩

ছেলের অদ্ভুত এক নাম রাখলেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক

ছেলের অদ্ভুত এক নাম রাখলেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক : আবারও বাবা হয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। সোমবারই টুইটারে সুসংবাদের কথা শেয়ার করেছেন ইলন। আর মঙ্গলবার নবজাতকের ছবি পোস্ট করে তার নাম জানিয়েছেন বিশ্ববাসীকে। ছেলের অদ্ভুত এক নাম রেখেছেন ইলন– ‘X Æ A-12 Musk’।

এ নামের উচ্চারণ কী হবে আর নামটি কিবোর্ডে কীভাবে লিখতে হবে সে বিষয়ে প্রশ্ন করেছেন নেটিজেনরা। নামের ‘Æ’ অংশটির সঙ্গে পরিচিত নন বেশিরভাগ মানুষই। কেউ কেউ অবশ্য জানিয়েছেন, লিঙ্গুইস্টিকে ‘Æ’ বর্ণের উচ্চারণ ‘অ্যাশ’। তবে A-12 দিয়ে কি বোঝানো হচ্ছে তা স্পষ্ট নয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রকেটের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ইলন। ইলন মাস্ক-গ্রিমস জুটির এটিই প্রথম সন্তান। তবে প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ঘরে ৬ সন্তান রয়েছে ইলনের। ২০১৮ সাল থেকে প্রেম করছেন ৪৮ বছর বয়সী মাস্ক ও ৩২ বছর বয়সী গ্রিমস। গ্রিমস একজন কানাডিয়ান কণ্ঠশিল্পী। তার আসল নাম ক্লেয়ার এলিস। তথ্যসূত্র: সিএনএন, বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে