বৃহস্পতিবার, ০৭ মে, ২০২০, ০৮:৪৭:৩৬

৭৯ বছরের বৃদ্ধা মাকে জীব'ন্ত ক'বরে দিল ছেলে, তিনদিন পর জী'বিত ‌উ'দ্ধার

৭৯ বছরের বৃদ্ধা মাকে জীব'ন্ত ক'বরে দিল ছেলে, তিনদিন পর জী'বিত ‌উ'দ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শানকি প্রদেশে ৭৯ বছরের এক প্রতিব'ন্ধী বৃ'দ্ধাকে জীব'ন্ত পুঁ'তে রে'খেছিলেন তার নিজের ছেলে! কিন্তু তিনদিন ধ'রে গ'র্তে আ'টকে থাকার পরেও অলৌ'কিকভাবে বেঁ'চে যান তিনি। তাকে উ'দ্ধার করেছে স্থা'নীয় পুলিশ। এমনটাই জানিয়েছে প্রদেশটির স্থানীয় ক'র্তৃপক্ষ। 

এই বৃদ্ধার নি'খোঁ'জ হওয়ার খবরটি উত্তর-পশ্চিমাঞ্চলের চীনের শানকি প্রদেশ পুলিশের কাছে জানান তার ছেলের বউ। পরে মঙ্গলবার পুলিশ তাকে জী'ব'ন্ত উ'দ্ধার করে। এই ঘ'ট'নার পর বৃদ্ধার ছেলে মাওকে আ'ট'ক করেছে পুলিশ। তাকে হ'ত্যাচে'ষ্টার মা'মলা দেওয়া হয়েছে। তবে আরো তদ'ন্ত চ'লছে।

এর আগে মঙ্গলবার সকালে শানকি প্রদেশের জিংবিয়ান কাউ'ন্টি থেকে স্থানীয় পুলিশ ওয়াং নামের ওই বৃদ্ধার নি'খোঁ'জের খবর পায়। তার পুত্রবধূ পুলিশে এই খবর দেন। তিনি জানান, রবিবার রাত ৮টার দিকে তার ছেলে ওয়াংকে নিয়ে বে'র হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। এরপর পুলিশ দ্রু'তই মাওকে ত'ল'ব করে। তারপর ওই বৃদ্ধার ছেলেই মাকে জী'ব'ন্ত পুঁ'তে ফেলার কথা স্বী'কার করে।

মাওর কথা শুনে দ্রু'ত ঘ'টনাস্থ'লে গিয়ে ওই বৃদ্ধা নারীকে জী'ব'ন্ত উ'দ্ধার করে পুলিশ। অলৌ'কিকভাবে প'ক্ষাঘা'তগ্র'স্থ ওই নারী তিনদিন ধ'রে কোনো খাবার বা পানি ছা'ড়াই বেঁ'চে ছিলেন। তবে মাও কেন এই নৃ'শং'সতা চা'লিয়েছিল তা এখনো জানা যায়নি।  সূত্র: ডেইলি মেইল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে