বৃহস্পতিবার, ০৭ মে, ২০২০, ০৯:১৮:০৫

মিশরের বিখ্যাত ক্বারী মুহাম্মদ মাহমুদ আত তাবলাবি মা'রা গেছেন

মিশরের বিখ্যাত ক্বারী মুহাম্মদ মাহমুদ আত তাবলাবি মা'রা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক : মুহাম্মাদ মাহমুদ আত তাবলাবির বোনের ছেলে আইনজীবী ইয়াসির আত তাবলাবি জানান, আমার মামা মঙ্গলবার পরিবারের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই ইফতারিতে অংশ নেন। কিন্তু এর একটু পরেই তিনি অসুস্থ হয়ে চৈতন্য হারিয়ে ফেলেন। চিকিৎসক এসে পরিক্ষা-নিরিক্ষার পরে মামাকে মৃ'ত ঘোষণা করেন। উনার বয়স হয়েছিলো ৮৬ বছর। আল জাজিরা

মিশরের ক্বারী ও হাফেজদের মুখপাত্র মুহাম্মাদ আস সায়াতি জানান, স্বাভাবিকভাবেই মুহাম্মাদ মাহমুদ আত তাবলাবির ইন্তেকাল হয়েছে। তার মৃ'ত্যুর সঙ্গে করোনার কোন সম্পর্ক নেই। তবে প্রাণঘা'তি এই মহামারিতে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতির কারণে তার জানাজায় বহিরাগত কেউ অংশগ্রহণ করবে না। পরিবারের লোকজন এবং দেশের বড় বড় কয়েকজন হাফেজ ও ক্বারী তার কা'ফন-দা'ফনের ব্যবস্থা করবে।

মুহাম্মাদ আস সায়াতি জানান, বুধবার জোহরের পরে জানাজা শেষে মিশরের প্রধান এই ক্বারীকে বাসাতিন প্রদেশে পারিবারিক কব'রস্থানে সমা'হিত করা হবে। মুহাম্মাদ মাহমুদ আত তাবলাবি মাত্র ১০ বছর বয়সেই তাজবিদসহ পবিত্র কোরআনে কারিমের হিফজ সম্পন্ন করেন। আল এখবারিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে