শুক্রবার, ০৮ মে, ২০২০, ১১:২৩:০৫

ট্রেনে কা'টা পড়ে ১৭ শ্রমিকের মৃ'ত্যু

ট্রেনে কা'টা পড়ে ১৭ শ্রমিকের মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদে লকডাউনের মাঝে রেল লাইনে ঘুমিয়ে পড়েছিলেন ১৭ শ্রমিক। তবে সেই ঘুমই যে তাদের জন্য চিরনিদ্রা হয়ে উঠবে, তা তারা ঘুনাক্ষরেও ভাবতে পারেনি। সে রেলপথে একটি মালবাহী ট্রেন হঠাৎ করে চলে এলে তাতে কা'টা পড়ে ১৭ শ্রমিকের মৃ'ত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোরে রেললাইনে ঘুমিয়ে থাকা অবস্থায় এসব শ্রমিকদের ওপর দিয়ে চলে যায় মালবাহী ট্রেনটি। 

নিহ'তরা সবাই জালনা শহরের একটি লোহার কারখানায় কাজ করতেন। সেখান থেকে বাড়িতে ফেরার জন্য মধ্যপ্রদেশের পথে রওনা দেন তারা। ভারতজুড়ে লকডাউন থাকায় কয়েক কিলোমিটার পায়ে হেঁটেই যাচ্ছিলেন এসব শ্রমিক। পথে রেল লাইনের ওপরে ঘুমিয়ে পড়ায় এ হ'তাহ'তের ঘটনা ঘটে। 
দু'র্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে দুজনের অবস্থা গু'রুতর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে