শুক্রবার, ০৮ মে, ২০২০, ০৮:৫৫:০৩

এবার নতুন নতুন লক্ষ'ণও দেখা যাচ্ছে করোনা আক্রা'ন্তদের, বলছে গবেষণা

এবার নতুন নতুন লক্ষ'ণও দেখা যাচ্ছে করোনা আক্রা'ন্তদের, বলছে গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক: কিছুতেই লা'গাম টা'না যাচ্ছে না করোনা সং'ক্র'মণের। এই মা'র'ণ ভাইরাসে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রা'ন্ত হচ্ছেন। এমতাব'স্থায় এবার নতুন নতুন ল'ক্ষ'ণও দেখা যাচ্ছে করোনা আ'ক্রা'ন্তদের। এমনকি বিভিন্ন দেশে অনেক রোগীরই কোনো উপস'র্গ ছাড়াই করোনা সং'ক্রমণ দেখা দিচ্ছে।

নতুন এক গবে'ষণা বলছে, করোনা আ'ক্রা'ন্ত রোগীদের বেশির ভাগই সং'ক্রমণের তিন দিনের মাথাতেই ঘ্রা'ণশ'ক্তি হা'রিয়ে ফেলছেন। অস্ট্রেলিয়ায় করোনা আ'ক্রা'ন্ত ব্যক্তিদের মধ্যে অনেকেরই এ রকম অভি'জ্ঞতা হচ্ছে। জার্মানিতেও সিংহ'ভাগ করোনা আক্রা'ন্ত রোগী অন্যান্য উপস'র্গ দেখা দেওয়ার তিন দিনের মাথায় ঘ্রা'ণ শ'ক্তি হা'রিয়ে ফে'লে'ছেন বলে গবেষকরা জানাচ্ছেন।

একইসাথে সং'ক্রমণের শুরুতেই অনেকেই স্বা'দ ও গ'ন্ধের অ'নুভূ'তি দুই হা'রিয়েছেন। চীন, ইরান, ইতালি, জার্মানি এবং ফ্রান্সের মতো করোনা ক'বলি'ত দেশে অনেক করোনা আক্রা'ন্তেরই খোঁ'জ পা'ওয়া গেছে যারা স্বা'দ নেওয়ার ক্ষ'মতা ও ঘ্রা'ণশ'ক্তি উভয়ই হা'রিয়েছেন।

সম্প্র'তি এই বিষয়ে একটি টেলিফো'নিক গবেষণা ওথেরি'নো'লারি'ঙ্গোল'জি -হেড এবং নেক সা'র্জা'রি জা'র্নালে প্রকা'শিত হয়েছে। ছয় সপ্তাহ ধ'রে করোনা আক্রা'ন্ত প্রায় ১০৩ জন রোগীর ওপর এই স'মী'ক্ষা চা'লানো হয়। এই স'মী'ক্ষায় মূলত সুইজারল্যান্ড, আরাউর করোনা আক্রা'ন্ত রোগীরা তাদের প্রাথমিক উপস'র্গের কথা তু'লে ধ'রেন। কোন সময়ে তারা তাদের ঘ্রা'ণশ'ক্তি পু'রোপু'রি হা'রিয়ে ফে'লেন তাও জানান গবেষকদের। 

এই জ'রিপে অংশগ্রহণকারী ৬১ শতাংশ করোনা রোগী জানিয়েছেন অন্যান্য উপস'র্গ দেথা দেওয়ার তিন থেকে সাড়ে তিন দিনের মাথাতেই তারা স'ম্পূ'র্ণভাবে ঘ্রা'ণশ'ক্তি হা'রিয়ে ফে'লেন। এদিকে ব্রিটিশ অ্যাসোসি'য়েশন অব ওথে'রিনো'লারিঙ্গো'লজি'ও করোনা সং'ক্রমণের সঙ্গে ঘ্রা'ণ ও স্বা'দ হা'রিয়ে ফে'লার বিষয়টির স'ঙ্গ এক মত জানিয়েছে। সূত্র: মেডিক্যাল এক্সপ্রেস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে