শনিবার, ০৯ মে, ২০২০, ১২:২৩:০৬

কিছুতে নিয়ন্ত্রণে আসছে না করোনা, ইতালিতে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

কিছুতে নিয়ন্ত্রণে আসছে না করোনা, ইতালিতে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে ইউরোপের দেশ ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০ হাজার হয়েছে। শুক্রবার দেশটিতে ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন যেটা ছিল ২৭৪ জন। বিবিসির খবর বলছে, করোনায় এ পর্যন্ত সেখানে ৩০ হাজার ২০১ জন মা'রা গেছেন।

ইতালিতে দৈনিক আক্রা'ন্তের সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে এক হাজার ৩২৭ জনের শরীরে এই রোগ সং'ক্র'মিত হয়েছে। এতে সবমিলিয়ে আক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭১ হাজার ১৮৫ জনে। আক্রা'ন্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পরেই রয়েছে ইতালির অবস্থান।

গত ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে করোনার প্রকো'প দেখা দিলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম লকডাউন আরোপ করে দেশটি। তবে অর্থনীতিকে সচল করতে লকডাউন শিথিল করতে যাচ্ছে ইতালি। মৃত্যুর সংখ্যায় ইউরোপে সবার চেয়ে এগিয়ে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ২৪১ জনের মৃত্যু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে