আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে মহামা'রির আকার নিয়েছে করোনা। দ্বিতীয় বিশ্বযু'দ্ধের পর পৃথিবীকে আর এত বড় বি'প'র্যয়ের মুখে পড়তে হয়নি। সাম্প্রতিক অতীতে মানবজাতির সবচেয়ে বড় শত্রু এই করোনা। বিশ্বের প্রায় সব দেশেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর মা'রক প্রভাব পড়েছে। স্বাস্থ্য এবং অর্থব্যবস্থায় এই সং'কটের মুহূর্তে সবার অলক্ষ্যে বাড়ছে হিং'সা, এবং ঘৃ'ণা।
এমনটাই মনে করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মতে করোনা আবহে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ঘৃণা এবং মুসলিম বিদ্বে'ষ। অ্যান্তোনিও গুতেরেস বলছেন, করোনা মহামা'রির চেহারা নেওয়ার পর থেকেই অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় বিদেশি-ভী'তি চেপে বসেছে বিভিন্ন দেশের মানুষের মধ্যে। কখনও কখনও সেই ঘৃ'ণা বাস্তবে চোখে পড়ছে। রাস্তা-ঘাটে এর প্রতিফলন চোখে পড়ছে। মুসলিম বিদ্বে'ষেও পরিণত হচ্ছে।
গুতেরেসের কথায়, ''সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা পুলিশ, যারা এই সময়ে জীবনের ঝুঁ'কি নিয়ে কাজে করে চলেছেন, তাদের শুধুমাত্র তাদের পেশার জন্য ঘৃ'ণার মুখো'মুখি হতে হচ্ছে।'' তিনি মনে করছেন, অনেক ক্ষেত্রেই শরণা'র্থীদের করোনার উৎস হিসেবে দেখা হচ্ছে। এমনকি তাদের ন্যূনতম চিকিৎসা পরিষেবা পর্যন্ত দেওয়া হচ্ছে না। অ্যান্তোনিও গুতেরেস এদিন পৃথিবীর সব প্রান্তের সব মানুষকে ঘৃ'ণার বি'রু'দ্ধে রু'খে দাঁড়াতে অনুরোধ করেছেন।
বিভিন্ন রাষ্ট্রের নেতাদের কাছে তার অনুরো'ধ, অবিলম্বে এই ঘৃ'ণা ও বিদ্বে'ষের আবহ বন্ধ করতে হবে। সংবাদমাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে তিনি অনুরোধ করেছেন ঘৃ'ণা ছড়ায় এই ধরনের তথ্য সরিয়ে দিয়ে, আরও বেশি শিক্ষামূলক তথ্য ছড়িয়ে দিতে। অ্যান্তোনিও গুতেরেসের কথার রেশ ধ'রে অনেকেই বলছেন, বাস্তবিকই এই করোনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ঘৃ’ণার চাষ হচ্ছে। এই মহামা'রি নিয়ে রাজনিতিকরণের চেষ্টাও নেহাত কম হচ্ছে না। অবিলম্বে এই অ'পচেষ্টা ব'ন্ধ হওয়া উচিত।