আন্তর্জাতিক ডেস্ক : টুইটারে এক পোস্টে দাবি করা হচ্ছে, বোন ক্যান্সারে ভু'গছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, অমিত শাহের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে মুসলিমদের। এমনই এক টুইট সম্প্রতি হই'চই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইট পোস্টের ছবিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যাচ্ছে।
তবে ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে টুইটারের ওই পোস্টটি ভু'য়া। আজ শনিবার একটি টুইট করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে। সেখানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন শাহ। পাশাপাশি তার 'মৃত্যু কামনা করা ব্যক্তিদের' উদ্দেশেও টুইটে কটা'ক্ষ করেছেন এই প্রবীণ রাজনীতিক।
টুইট পোস্টে তিনি বলেন, আমি সম্পূর্ণ সুস্থ এবং কোনো রো'গে আক্রা'ন্ত নই। গত কয়েক দিন ধ'রে আমার ন'জরে পড়েছে কিছু মানুষ আমার স্বাস্থ্য নিয়ে গু'জব ছড়াচ্ছেন। অনেকে আমার মৃত্যুও কামনা করেছেন। আমি বলতে চাই কারো খা'রাপ স্বাস্থ্য নিয়ে গু'জব র'টলে তার আয়ু আরো দীর্ঘায়িত হয়। সূত্র: এনডিটিভি।