রবিবার, ১০ মে, ২০২০, ০৮:৪২:১৫

সৌদি আরব থেকে প্যাট্রিয়ট ক্ষে'পণা'স্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব থেকে প্যাট্রিয়ট ক্ষে'পণা'স্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব থেকে অন্যান্য সরঞ্জামাদির পাশাপাশি প্যাট্রিয়ট আকাশ প্রতির'ক্ষা ব্যবস্থাও প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ইরানকে প্রতিরো'ধে মিত্র সৌদি আরবে যুক্তরাষ্ট্রে বড় ধরনের সামরিক সরঞ্জামের উপস্থিতির অব'সান হতে যাচ্ছে।

গত বছর ইরানের সঙ্গে উত্তে'জনা বেড়ে যাওয়ার পর সৌদির সামরিক শক্তিকে বাড়াতে এসব সরঞ্জাম পাঠানো হয়েছিল। যা এখন ধীরে ধীরে সরিয়ে নিতে যাচ্ছে দেশটি। বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভূমি থেকে আকাশে হা'মলা করা যায় এমন প্যাট্রিয়ট ক্ষে'পণা'স্ত্র প্রতির'ক্ষা ব্যবস্থার চারটি ব্যাটারি সরিয়ে নেয়া হচ্ছে। বিমান ও ক্ষে'পণা'স্ত্র হা'মলা থেকে স্থল সম্পদ রক্ষায় এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছিল। ব্যাটারিগুলোর পাশাপাশি মোতায়েন করা সামরিক বাহিনীর কয়েক ডজন সদস্যকেও নতুন জায়গায় মোতায়েন করা হবে।

প্যাট্রিয়ট প্রতির'ক্ষা ব্যবস্থার চলমান পুনর্বিন্যাসের ঘ'টনা আগে প্রকাশ করা হয়নি। মার্কিন যু'দ্ধবিমানের দুটি স্কো'য়াড্রন ইতিমধ্যে অঞ্চলটি ছেড়ে চলে গেছে। উপসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি কমানোর কথাও বিবেচনা করছেন মার্কিন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ইরান তাৎক্ষ'ণিকভাবে কোনো হু'মকি হিসেবে দেখা দিচ্ছে না বলে বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে