রবিবার, ১০ মে, ২০২০, ১১:১৬:৪৪

উহানে আবারো করোনার হা'না, নতুন করে আত'ঙ্কে চীন!

উহানে আবারো করোনার হা'না, নতুন করে আত'ঙ্কে চীন!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস ম'হামা'রির শুরু চীনের যে উহান নগরী থেকে, সেখানে এক মাসেরও বেশি সময় পর এই প্রথম একটি নতুন সং'ক্র'মণ ধ'রা পড়েছে। ৮৯ বছর বয়সী যে লোকটি করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত, তার অবস্থা সং'কট'জনক বলে জানানো হচ্ছে। যে আবাসিক এলাকায় এই লোকটি থাকতেন, সেখানে সবাইকে কড়া বি'ধিনি'ষে'ধের মধ্যে রাখা হয়েছে।

এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল দশটি দেশের ছয়টিতে করোনাভাইরাস বাড়ছে সবচেয়ে বিপদ'জন'ক হা'রে জানানো হয়েছে। এই ছয়টি দেশ হচ্ছে: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ব্রাজিল, রাশিয়া এবং মেক্সিকো।

নিউ ইয়র্ক টাইমস বিশ্বের বিভিন্ন অঞ্চলের দেশগুলোর করোনাভাইরাস ট্রাজেক্টরির যে গ্রা'ফিক চিত্র প্রকাশ করেছে, তা দেখে পত্রিকাটির একজন সাংবাদিক মাইক বেকার এক টুইটে এই তথ্য জানিয়েছেন। বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে