সোমবার, ১১ মে, ২০২০, ০৬:২১:৫৫

বুরহান ও রিয়াজ নাইকোর পর কাশ্মীরে নতুন মুখ পেল হিজবুল মুজাহিদিন

বুরহান ও রিয়াজ নাইকোর পর কাশ্মীরে নতুন মুখ পেল হিজবুল মুজাহিদিন

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগেই কাশ্মীরে মা'রা গেছেন বুরহান বাহিনীর শেষ সদস্য রিয়াজ নাইকো। তার মৃ'ত্যুর পর উপত্যকায় কার্যত দি'শেহা'রা হয়ে পড়েছে হিজবুল মুজাহিদিন। তাই পরি'স্থিতি সা'মাল দিতে ত'ড়িঘ'ড়ি সাইফুল্লাহ মির ওরফে গাজি হায়দারের হাতে দলের রা'শ তুলে দেওয়া হয়েছে।

ভারতের গোয়ে'ন্দা রিপোর্টে বলা হয়েছে, আগামীদিনে কাশ্মীরে পাকিস্তানের ম'দতপুষ্ট হিজবুলের নয়া মুখ হয়ে উঠতে চলেছে গাজি হায়দার। নিহ'ত রিয়াজ নাইকোর অধীনেই ২০১৪ সালে হিজবুলে যোগ দিয়েছিল হায়দার। এদিকে, পাকিস্তান অধি'কৃত কাশ্মীরের মুজাফফরাবাদে স্থি'ত হিজবুলের প্রধান কার্যালয় থেকে তাদের মুখপাত্র সালিম হাশমি জানিয়েছে জম্মু-কাশ্মীরে হিজবুলকে নেতৃত্ব দেবে গাজি হায়দার। 

এছাড়া, উপত্যকায় হিজবুলের ডেপুটি চিফ অ'পারে'শনাল কমা'ন্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে জাফারুল ইসলামকে। প্রধান সা'মরিক উপদেষ্টা পদে নিযু'ক্ত হয়েছে আবু তারিখ ভাই। জানা গিয়েছে, জ'ঙ্গিদের মধ্যে চিকিৎসক হিসেবে বেশ খ্যা'তি রয়েছে হায়দারের। দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেও সৈফুল্লা চিকিত্‍সা করে পুলিশের গু'লিতে আগত সন্ত্রা'সবাদীদের। প্রধানত দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম এবং সোপিয়ানেই সে সবচেয়ে বেশি স'ক্রিয়। 

উল্লেখ্য, গত মঙ্গলবার কাশ্মীরের অবন্তীপোরায় সেনা-জ'ঙ্গি গু'লির ল'ড়া'ইয়ে নিকে'শ হয় নাইকো। তার মৃ'ত্যুতে বিত'র্কে উ'সকে রিয়াজ নাইকোর স্মরণসভার আয়োজন করল হিজবুল মুজাহিদিন প্রধান ও আন্তর্জাতিক জ'ঙ্গির ত'ক'মাপ্রাপ্ত সৈয়দ সালাউদ্দিন। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই প্র'ব'ল বি'ত'র্কের সৃষ্টি হয়েছে। কাশ্মীরে না'শ'কতা ছড়ানোর চেষ্টা যে পাকিস্তানের গু'প্তচর সংস্থা আইএসআই-এর ম'দতেই চলেছে তা ফের প্রমাণ হল। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে