আন্তর্জাতিক ডেস্ক: খাবার টেবিলে কত দ্রু'ত করোনাভাইরাস ছ'ড়িয়ে যায়, জাপানে তা পরীক্ষামূলকভাবে দেখা হয়। জীবা'ণু বিশেষজ্ঞদের সহায়তায় জাপানের ব্রডকা'স্টিং অ্যাজে'ন্সি এনএইচকে এটি পরীক্ষা করে দেখেছে।
তাতে দেখা হয়, বেশ কিছু মানুষ যেখানে একসঙ্গে বসে খাবার খায়, সেখানে কত দ্রু'ত ভাইরাস ছ'ড়িয়ে যায়। যাত্রীবাহী জাহাজে করোনাভাইরাস ছ'ড়িয়ে যাওয়ার বিষয়টি মাথায় রেখে এ ধরনের পরীক্ষা চালানো হয়।বিশেষজ্ঞদের ধারণা, যাত্রীবাহী জাহাজে খাবার জায়গা থেকে করোনাভাইরাসের সং'ক্রমণ ঘ'টেছে। কারণ, সেখানে সবাই যায় এবং টেবিল কিংবা অন্যান্য জিনিস স্প'র্শ করে।
পরীক্ষায় ১০ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজনকে ‘আক্রা'ন্ত’ রাখা হয়। মাত্র ৩০ মিনিট পর দেখা যায়, সেখানে বসে খাবার খাওয়া ১০ জনের হাতেই ভাইরাসটি পৌঁছে গেছে।সূত্র : ৯নিউজ