মঙ্গলবার, ১২ মে, ২০২০, ০৬:১৫:০৮

যু'দ্ধ উত্তে'জনা, সীমান্তে চীনের সামরিক হেলিকপ্টার ও ভারতের যু'দ্ধবিমান

যু'দ্ধ উত্তে'জনা, সীমান্তে চীনের সামরিক হেলিকপ্টার ও ভারতের যু'দ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর সিকিম সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে সং'ঘর্ষের পর এবার দুই দেশের মধ্যে লাইন অব একচুয়াল কন্ট্রোলের (এলএসি) খুব কাছে উড়তে দেখা গেছে চীনের সামরিক হেলিকপ্টার। এ ঘটনার পরই দ্রুততার সঙ্গে ওই অঞ্চলে প্রহরায় যায় ভারতের বিমানবাহিনীর যু'দ্ধবিমান। 

সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। তাদের পরিবেশিত রিপোর্ট প্রকাশ করেছে অনলাইন এনডিটিভি। এর আগে দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ওই এলাকায় এলএসি বরাবর সং'ঘর্ষে উভয় পক্ষে সেনা সদস্যরা আহ'ত হয়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, চীনের এমন পদক্ষেপের ফলে ভারত তার যু'দ্ধবিমান পাঠাতে বাধ্য হয় লাদাখ এলাকায় প্রহরা দিতে। সরকারি সূত্রগুলো এএনআই'কে বলেছেন, চীনা সামারিক বাহিনীর হেলিকপ্টারগুলো এলএসির খুব কাছ দিয়ে উড়ছিল। এরপরই ওই অঞ্চলে ভারত তার বিমান বাহিনীর যু'দ্ধবিমান পাঠায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে