মঙ্গলবার, ১২ মে, ২০২০, ০৬:২৬:৫৪

ধেয়ে আসছে ধুমকেতু সোয়ান, পৃথিবীর কাছাকাছি এসে পড়েছে; যেভাবে খালি চোখে দেখা যাবে

ধেয়ে আসছে ধুমকেতু সোয়ান, পৃথিবীর কাছাকাছি এসে পড়েছে; যেভাবে খালি চোখে দেখা যাবে

আন্তর্জাতিক ডেস্ক : আমাদের পৃথিবী গ্রহের দিকে ধে'য়ে আসছে একটি ধুমকেতু। বিজ্ঞানীরা এর নামে দিয়েছেন সোয়ান। বুধবার রাতে এটিকে খালি চোখে দেখাও যাবে। তবে কখন ঠিক তা দেখা যাবে তা নি'শ্চিত করে এখনও বলা যাচ্ছে না। বিজ্ঞানীরা মনে করছেন ১২ মে সোয়ান থাকবে ৮৩ মিলিয়ন কিলোমিটার দূরে। 

পৃথিবীর পূর্ব-উত্তর অংশে থেকে এটি দেখা যাবে সূর্য ওঠার ঠিক আগে। এ মাসের শেষদিকে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একে উজ্জ্বল আকারে দেখা যাবে। বর্তমানে ধুমকেতুটি ৭৫ মিলিয়ন মাইল দূর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। অত্যন্ত উজ্জ্বল এই ধুমকেতুর লেজ একেবারে নীল।

সোয়ান ধুমকেতুকে প্রথম দেখা যায় মার্চের শেষদিকে। প্রথম এটিকে লক্ষ্য করেন মহাকাশচারী মাইকেল মাতিয়াজু। তার পর থেকেই ক্রমশ উজ্জ্বল হচ্ছে সোয়ান। বর্তমানে পৃথিবী থেকে সোয়ানের দূরত্ব ৮৫,০৭১,৭৭৮ কিলোমিটার। এর আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৪ মিনিট ৪৩.৭৬৮৯ সেকেন্ড। বুধবার অর্থাৎ ১৩ মে সোয়ান পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। সবচেয়ে ভালো হয় একেবারে ভোরে দেখার চেষ্টা করলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে