মঙ্গলবার, ১২ মে, ২০২০, ০৮:২৫:৪৩

পশ্চিমবঙ্গে সাম্প্র'দায়িক দা'ঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি : মমতা ব্যানার্জী

পশ্চিমবঙ্গে সাম্প্র'দায়িক দা'ঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি : মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন করোনা পরি'স্থিতির মধ্যে সাম্প্র'দায়িক বিভা'জন তৈরির চেষ্টা করছে বিজেপি। তিনি বলেন, এটা বিভে'দ করার সময় নয়। মমতা বলেন, করোনা পরি'স্থিতির মধ্যেও একদল হিন্দু- মুসলমান করছে। দা'ঙ্গা লাগানোর জন্য টুইটারে নানা রকম ছেড়ে দিচ্ছে। 

তিনি বলেন, ''হিন্দুর গায়ে লাগলেও আমার লাগে। মুসলমানের গায়ে লাগলেও আমার লাগে।'' তিনি জানিয়েছেন, লকডাউন ভেঙে যারা দা'ঙ্গা করেছেন তাদের বি'রু'দ্ধে ক'ড়া পদক্ষেপ করবে পুলিশ। তাদের বিরু'দ্ধে বিপ'র্যয় মো'কাবেলা আইন প্রয়োগ করা হবে। কাউকে রেয়াত করা হবে না। 

বিজেপিকে কটা'ক্ষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ''নির্বাচনের তো এখনো ১ বছর দেরি। এত তাড়াতাড়ি দা'ঙ্গা বাধানোর কী আছে? সঙ্গে তার হু'শিয়ারি, বাংলার মানুষের একটা সহ্যের সীমা রয়েছে। হিন্দু-মুসলিম না করে যারা জীবনের ঝুঁ'কি নিয়ে রাস্তায় কাজ করছে, তাদের পাশে দাঁড়ান। হিন্দু-মুসলিম করবেন না।''

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় হুগলির ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায় দু'টি গোষ্ঠীর মধ্যে তুমল গ'ন্ডগো'ল হয়। বিভিন্ন বাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছোঁড়া পাশাপাশি বো'মাবাজির ঘটনা ঘটে। বেশ কয়েকটি বাড়িতে ভা'ঙচুরের পাশাপাশি সোনার দোকানে লুট'পাট চলে বলেও অভিযো'গ ঘটে। এরপর সোমবার সকাল থেকেই বিষয়টি নিয়ে শুরু বিজেপি ও তৃণমূলের তরজা। বিজেপির পক্ষ থেকে স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযো'গের আঙুল তোলা হয়। 

ঘটনাস্থলে গিয়ে পরি'স্থিতি দেখতে চাইলে স্থানীয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বা'ধা দেয় পুলিশ। এর জে'রে নতুন করে উত্তে'জনাও ছড়ায়। মঙ্গলবার সকাল থেকে এলাকায় ব্যা'পক উত্তে'জনা ছড়িয়েছে। দফায় দফায় বো'মাবা'জি, ভা'ঙচুর হচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে। এই মর্মে বঙ্গ বিজেপির একটি প্রতিনিধি দল এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার ও পুলিশের নি'ষ্ক্রি'য়তা নিয়ে অভিযো'গ জানিয়েছে। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে