আন্তর্জাতিক ডেস্ক : করোনা আবহেও পাল্টাচ্ছে না পাকিস্তানের স্বভাব। কাশ্মীর সীমান্তে লাগাতার সং'ঘ'র্ষ বিরতি চুক্তি ল'ঙ্ঘ'ন করে হা'মলা চালাচ্ছে পাকিস্তানি সেনা ফৌজ। পাশাপাশি কাশ্মীরে ছায়াযু'দ্ধ চালাচ্ছে পাকিস্তানি গু'প্তচর সংস্থা আইএসআই। এহেন পরি'স্থিতিতে ফের যু'দ্ধের ঘোষণা দিলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার।
মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর একটি গ্রাম পরিদর্শনে যান পাক-অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দর। সেখানে করোনা পরি'স্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি বলেই খবর। সফর শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''ভারত কাশ্মীরের আবহাওয়ার তথ্য দিচ্ছে। আমাদের উচিত দিল্লির অবহাওয়ার বিবরণ দেওয়া। এবার আর আলোচনা নয়। প্রধানমন্ত্রী ইমরান খানের উচিত ভারতে হা'মলা চালানোর জন্য ফৌজকে আদেশ দেওয়া।''
এদিকে, পাক মন্ত্রীর এহেন বয়ানের পরই শুরু হয়েছে তী'ব্র সমালো'চনা। রওয়ালপিণ্ডিতে পাক সেনার সদরদপ্তরেও মন্ত্রীর এহেন বয়ানে কিছুটা অসন্তোষ ছড়িয়েছে। প্রতির'ক্ষা বিশেষজ্ঞদের মতে, কাশ্মীর উপত্যকায় মুজাহিদদের দিয়ে ছায়াযু'দ্ধ চালানো আর সুশি'ক্ষিত ও ব'লশা'লী ভারতীয় সেনার সঙ্গে সম্মুখ স'মরে নামা এক কথা নয়। সরাসরি লড়া'ইয়ে নামলে ফল কী হতে পারে তা ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯-এর যু'দ্ধের সময় দেখেছে পাক সেনা। তারপর রয়েছে, পাক অর্থনীতির বি'দ্ধ'স্থ অবস্থা ও করোনার হা'মলা। সব মিলিয়ে সন্ত্রা'সে উস'কানি দেওয়া ছাড়া আপাতত পাক ফৌজের আর কিছুই করার নেই। সূত্র : সংবাদ প্রতিদিন