আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে অ'ভিযান চালানোর সময় সৃষ্ট সংঘর্ষে মা'রা গেছে ইহুদিবাদী ইসরায়েলের এক সেনা। পশ্চিম তীরের জেনিন শহরের কাছে আটক অ'ভিযান চালানোর সময় ফিলিস্তিনিরা পাথর ছুঁ'ড়লে ওই সেনার মাথায় লাগে এবং সে মা'রা যায়। মঙ্গলবার সকালে জেনিন শহরের আব্দ এলাকায় অ'ভিযান চালানোর সময় একটি ভবনের ছাদ থেকে ফিলিস্তিনিরা অমিত বেন ইয়াগাল নামে ২১ বছর বয়সী এক সোনার মাথায় পাথর মা'রে এবং সে মা'রা যায়।
ইহুদিবাদী ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে জানিয়েছে, একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সেনাবাহিনী চার ফিলিস্তিনিকে আ'টক করার অ'ভিযান চালাতে যায় ওই শহরে। চার ফিলিস্তিনি এর আগে ইসরায়েলি সেনাদের ওপর পাথর ছুঁড়েছিল বলে দাবি করছে ইহুদিবাদী সেনারা।পাথরের আঘা'ত লাগার পর হেলিকপ্টারে করে ইসরায়েলের একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তাকে অমিত বে ইয়াগালাকে মৃ'ত ঘোষণা করা হয়।
জেনিন শহরের আব্দ এলাকার এক ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলের দৈনিক হারেৎজ পত্রিকাকে জানান, সেহরির সময় ইসরায়েলি সেনারা ওই এলাকায় পৌঁছায় এবং সেহরির কারণে বহু ফিলিস্তিনি জেগে ছিলেন। এসময় সংঘ'র্ষ শুরু হয় এবং ইসরায়েলের এক সেনা নিহ'ত হয়। সূত্র : পার্সটুডে।