বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১২:০৫:০৭

মাস্ক পরে দৌড়ে ছিলেন, ফুসফুস ফেটে হসপিটালে যুবক!

মাস্ক পরে দৌড়ে ছিলেন, ফুসফুস ফেটে হসপিটালে যুবক!

আন্তর্জাতিক ডেস্ক : মাস্ক পরে আড়াই মাইল দৌঁড়ানোর জেরে ফুসফুস ফেটে গেছে চীনের এক যুবকের। ২৬ বছর বয়সী ঝাং পিং উহান সেন্ট্রাল হসপিটালে গত ৭ মে থেকে চিকিৎসাধীন আছেন। শুরুতে তিনি বুকের ব্যথা অনুভব করেন। 

নিঃ'শ্বা'স নিতে অসুবিধা হওয়ায় এবং বুক অত্যধিক ব্যথার কারণে তিনি হাসপাতালে যান। চিকিৎসকরা তাকে পরীক্ষার পর দেখেন, ঝাং পিংয়ের ফুসফুস ফেটে গেছে। প্রায় ৯০ শতাংশ চু'পসে গেছে। চিকিৎসকরা মনে করছেন, উচ্চ র'ক্তচা'পের ফলে তার ফুসফুস ফেটে গেছে। মাস্ক পরে দৌড়ানোর জেরে এ ধ'রনের ঘ'টনা ঘ'টেছে।

একটি অপারে'শনের পর বর্তমানে ওই যুবকের পরি'স্থিতি স্থিতিশীল। জানা গেছে, দুই সপ্তাহ আগে দৌঁড়ানো শুরু করেন তিনি। শুরুতে তিন কিলোমিটার দৌড়ালেও এক সপ্তাহের ব্যবধানে ছয় কিলোমিটার দৌঁড়াতে গিয়ে এ ধ'রনের বি'পদে পড়েন। সূত্র : ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে