বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১২:২৭:৪০

চীনা রকেটের আঘা'ত থেকে অল্পের জন্য বেঁচে গেল নিউইয়র্ক!

চীনা রকেটের আঘা'ত থেকে অল্পের জন্য বেঁচে গেল নিউইয়র্ক!

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশ থেকে ছি'টকে পড়া চীনা রকেটের কয়েকটি টুকরোর আ'ঘা'ত থেকে অল্পের জন্য বেঁচে গেছে নিউইয়র্ক শহর! প্রযুক্তিভিত্তিক প্রকাশনা আর্স টেকনিকা জানায়, গত সোমবার চীনের যে রকেটটির ধ্বং'সাবশে'ষ পৃথিবীতে ফিরে আসে তা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আ'ঘা'ত হা'না থেকে মাত্র ১৫ থেকে ২০ মিনিট দূরত্বে ছিল। 

এটির গ'তিবে'গ এতো বেশি ছিল যে নিউইয়র্কেও আ'ঘা'ত হা'নতে পারত। উৎক্ষে'পণের এক সপ্তাহ পর অনিয়'ন্ত্রিত হয়ে পৃথিবীতে ফিরে আসা ১০০ ফিট দীর্ঘ ওই রকেটটির একটি অংশ আটলান্টিক মহাসাগরে আঁচড়ে পড়ে। মহাকাশ বিজ্ঞানীরা জানান, এটি ভূপৃষ্ঠে ফিরে আসা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মহাশূন্য জঞ্জাল। কয়েকটি টুকরো আইভরি কোস্টে পাওয়া গেছেও বলে জানা যায়। এ মহাশূন্য যানের একটি ক্ষু'দ্র টুকরো একটি ছোট বাসের সমান।

লং মার্চ ৫-বি নামের এ রকেটটি উৎক্ষে'পণ করা হয় গত ৫ মে। যেটি নতুন তৈরি চীনের ক্রু ক্যাপসুলের মডেল বহন করে নিয়ে যাচ্ছিলো। কক্ষপথে প্রায় এক সপ্তাহ ভ্রমণের পর রকেটের মূল অংশ অনিয়'ন্ত্রিত অবস্থায় আবারও বায়ুমন্ডলে ফিরে আসে। প্রতি ঘন্টায় যার গতি ছিল কয়েক হাজার মাইল। হার্বাডের জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডয়েল মহাশূন্য কক্ষপথে ন'জর রাখছিলেন। তিনি এক টুইট বার্তায় বলেন, ''১৯৯১ সালে স্যালুয়েট-৭ প'তনের পর এটিই সবচেয়ে বড় ভগ্নাংশ যা অনিয়'ন্ত্রিত হয়ে পৃথিবীতে ফিরে আসল।'' সূত্র: নিউ ইয়র্ক পোস্ট  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে