বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ১২:১৮:৫৫

অসহায় ২০ এতিম শিশুকে পালাক্রমে দুধ পান করিয়ে প্রশংসায় ভাসছেন ফিরোজা

অসহায় ২০ এতিম শিশুকে পালাক্রমে দুধ পান করিয়ে প্রশংসায় ভাসছেন ফিরোজা

আন্তর্জাতিক ডেস্ক :  তার নাম ফিরোজা ইউনুস ওমর। এতিম ২০ জন নবজাতককে বুকের দুধ পান করাচ্ছেন তিনি। আফগানিস্তানের কাবুলের একটি হাসপাতালে সন্ত্রাসী হামলায় ওই ২০ শিশু এতিম হয়ে গেছে। ফিরোজা বলেন, আফগানিস্তানে যারা মানবিকতা ধ্বং'স করে দিতে চাই, তাদের দ্বারা বহু ক্ষতি হয়েছে। আমি ক্ষতিগ্রস্থদের একজন।

কাবুলের প্রসূতি হাসপাতালে গত মঙ্গলবার বন্দুকধারী তিনজন হা'মলা চা'লায়। ওই সময় অন্তত ২২ জনকে তারা হ'ত্যা করে। নিহতদের মধ্যে প্রসূতি, নবজাতক ও চিকিৎসক রয়েছে। 
এখন পর্যন্ত কেউ সেই হা'মলার দায় স্বীকার করেনি। এ ঘটনার পর অন্তত ১২ জন শিশুর কোনো ধরনের অভিভাবক খুঁ'জে পাওয়া যায়নি।

তারা সবাই আতাতুর্ক হাসপাতালে আছে।  তাদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এতিম শিশুদের পালাক্রমে দুধ পান করাচ্ছেন ফিরোজা। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন বুহ মানুষ। সত্যিকারের সুপারহিরোর তকমাও পাচ্ছেন তিনি। সূত্র : আল আরাবিয়্যাহ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে