বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ০৫:৪০:৩১

করোনা নিয়ন্ত্রণে সময় লাগতে পারে ৫ বছর : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী

করোনা নিয়ন্ত্রণে সময় লাগতে পারে ৫ বছর : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস মহামা'রির পরি'স্থিতি নিয়'ন্ত্রণে আনতে চার থেকে পাঁচ বছর সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামিনাথান। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে এমনটি জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামিনাথান বলেন, আমি বলতে চাই চার থেকে পাঁচ বছরের মধ্যে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। করোনা নিয়'ন্ত্রণের সেরা উপায় হতে পারে ভ্যাকসিনের আবিষ্কার তবে এখানেও অনেক কিন্তু এবং যদি রয়েছে। 

কারণ ভ্যাকসিনগুলো কাজ করবে কি না সেটি এখনো নি'শ্চিতভাবে বলা যাচ্ছে না। ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন ৪৪ লাখ ৩০ হাজার ২৪২ জন। মা'রা গেছেন ২ লাখ ৯৮ হাজার ৩২৭ জন। সূত্র : সিএনবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে