বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ০৭:৪৬:৩১

ইয়েসরালের জন্যও অনিবার্য ধ্বং'স অপেক্ষা করছে : হামাস

ইয়েসরালের জন্যও অনিবার্য ধ্বং'স অপেক্ষা করছে : হামাস

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরো'ধ আন্দো'লন- হামাস হুঁ'শিয়ারি উচ্চারণ করে বলেছে, ইতিহাসের সব ফ্যাসিস্ট ও বর্ণবা'দী শা'সনব্যবস্থা ধ্বং'স হয়েছে এবং ইহুদিবা'দী ইয়েসরালের জন্যও অনি'বার্য ধ্বং'স অপেক্ষা করছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলকে বর্ণবা'দী সরকার বলে অভিহিত করার পর গতকাল বুধবার এক বিবৃতিতে হামাস এ সত'র্কবাণী উচ্চারণ করে। হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, অতীতের সব বর্ণবা'দী শা'সনের মতো ইসরাইলও ধ্বং'সের পথে ধ'রে দ্রুত এগিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনি জনগণ যাতে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে এবং নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্য বিবৃতিতে বিশ্বসমাজ ও স্বাধীনচেতা দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার এক বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান দ'মনপী'ড়ন ও ফিলিস্তিনি ভূখণ্ড জ'বরদ'খল করে তাতে ইহুদিদের জন্য বসতি নির্মাণ করার কথা উল্লেখ করে এসব পদক্ষেপকে ''বর্ণবা'দী'' বলে মন্তব্য করেছে। সূত্র: পার্স টুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে