বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ০৮:০৪:৩২

করোনাকালে সেনাবাহিনীর চা'পের মুখে ইমরান খান; স'ঙ্কটে পাকিস্তান সরকার

করোনাকালে সেনাবাহিনীর চা'পের মুখে ইমরান খান; স'ঙ্কটে পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের সং'ক্র'মণ ক্রমেই বি'প'জ্জ'নক পরি'স্থিতির দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তানে। দেশটির স্থানীয় পর্যায়ে করোনার আ'ক্র'মণ শুরু হয়েছে। এমন অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনী প্রধানমন্ত্রী ইমরান খানকে চা'পে ফেলে দিয়েছে।

জানা গেছে, পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই স'ঙ্ক'টকালেও যেন সেনাসদস্যদের বেতন বাড়ানো হয়। ক্রমাগত মুদ্রাস্ফী'তির মধ্যে রয়েছে পাকিস্তান। আর এর মধ্যেই এমন দাবি জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, তাদের বেতন ২০ শতাংশ বাড়াতে হবে। একদিকে ডলারের তুলনায় ক্রমেই কমছে পাকিস্তানের মুদ্রার দাম, অন্যদিকে, করোনার সং'ক'ট। এরইমধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর এমন দাবি ঘিরে ক্রমেই বি'প'দ বাড়ছে।

এদিকে, পাকিস্তানে স্থানীয় সং'ক্র'মণ শুরু হয়ে গেছে। সে দেশে একদিনে লাফিয়ে বেড়েছে আ'ক্রা'ন্তের সংখ্যা। আ'ক্রা'ন্তের সংখ্যা ২০০০ জন হয়েছে একই দিনে। মোট আক্রা'ন্তের সংখ্যা ৩৫ হাজারে গিয়ে ঠেকেছে।

কাশ্মীরে ভারতের সঙ্গে যেখানে কার্যত উত্তে'জক পরি'স্থিতি পাকিস্তানের, সেখানে পাক সেনার এমন দাবি ঘিরে রীতিমতো উ'দ্বি'গ্ন ইমরান সরকার। এমন পরি'স্থিতিতে পাক সেনা জানিয়েছে, যা বেতন আসছে তাতে সেনারা সংসার চালাতে পারছেন না, ফলে সম'স্যার মাত্রা বাড়ছে। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে