শুক্রবার, ১৫ মে, ২০২০, ০৪:২১:৪০

৫০ দিন পর শপিংমল খুলে চমকে উঠলেন মালিক!

৫০ দিন পর শপিংমল খুলে চমকে উঠলেন মালিক!

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘা'তী করোনার থাবা গ্রাস করেছে গোটা বিশ্বকে। প্রায় সারা পৃথিবী জুড়েই এখন চলছে লকডাউন। আর এর ফলে বন্ধ দোকানপাট, কল কারখানা, শপিংমল-সবকিছুই। এর ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মলগুলোর অবস্থা শোচনীয়। একদিকে ব্যবসা লাটে উঠছে। অন্যদিকে নষ্ট হয়ে যাচ্ছে মলের ভিতরে থাকা জিনিসপত্রও।

যেমন দেখা গেল মালয়েশিয়ার এই মলে। ৫০ দিন পর যখন শপিং মলটি খুললো তখন তার ভিতরের অবস্থা দেখে চমকে ওঠার মতো। এদিকে চামড়ার সামগ্রী বিক্রি হত এই শপিংমলে। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার ফলে জলীয়বাষ্প জমে ছাতা পড়ে গিয়েছে সমস্ত নতুন সামগ্রীর উপরেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে