শুক্রবার, ১৫ মে, ২০২০, ০৫:৩৫:১০

পশ্চিম তীর নিয়ে এবার ইসরাইলকে তী'ব্র হুঁ'শিয়ারি পাকিস্তানের

পশ্চিম তীর নিয়ে এবার ইসরাইলকে তী'ব্র হুঁ'শিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীর ইসরাইলের সংযুক্তকরণের পরিক'ল্পনায় ইসরাইলের বি'রু'দ্ধে তী'ব্র বিরো'ধিতা করে হুঁ'শিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলের এমন কাজ ওই অঞ্চলে শান্তি ও নিরা'পত্তার জন্য হু'মকি হবে।

গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি বলেন, অধি'কৃত ফিলিস্তিনি অঞ্চলে যে কোনো সংযো'জন আন্তর্জাতিক আইনের মা'রা'ত্মক ল'ঙ্ঘ'ন। ইতিমধ্যে অঞ্চলটিতে অ'স্থির পরি'স্থিতির ঝুঁ'কি বাড়িয়ে তুলছে। তিনি বলেন, পশ্চিম তীর ও জর্ডান উপত্যাকা ফিলিস্তিনি অঞ্চল। ১৯৬৭ সাল থেকে ইসরাইল অবৈ'ধভাবে দ'খল করে আছে।

ফিলিস্তিনি ইস্যু নিয়ে জাতিসংঘ ও ওআইসির অবস্থানকে সমর্থন করে পাকিস্তান। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সমর্থনেরও আহ্বান জানান। জাতিসংঘের নিরা'পত্তা কাউন্সিল ও সাধারণ পরিষদের রেজুলেশন অনুযায়ী দুই দেশের মধ্যে সমঝোতাকে পাকিস্তান সমর্থন করে বলেও তিনি উল্লেখ করেছেন। সূত্র : ইয়েনি শাফাক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে