শনিবার, ১৬ মে, ২০২০, ০৮:২৫:২৯

করোনায় ক্ষ'তিগ্রস্তদের বেতনের দায়িত্ব নিল কানাডার জাস্টিন ট্রুডো সরকার

করোনায় ক্ষ'তিগ্রস্তদের বেতনের দায়িত্ব নিল কানাডার জাস্টিন ট্রুডো সরকার

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস মহামা'রি নিয়'ন্ত্রণে বিশ্বের বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, যান চলাচল, ঘর থেকে বের হওয়ায় রয়েছে কড়া নিষে'ধা'জ্ঞা। কানাডায়ও এর ব্যতি'ক্রম নয়। সেখানে করোনা মহামা'রীতে অর্থনীতিতে সং'কট অবস্থা বিরাজ করছে। এমন পরি'স্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কর্মজীবীদের পাশে দাঁড়িয়েছেন। 

তিনি করোনায় ক্ষ'তিগ্র'স্ত ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের সহায়তায় জরুরি বেতন ভর্তুকি প্রকল্পের সময়সীমা আগামী আগস্ট মাস পর্যন্ত বাড়িয়েছেন। শুক্রবার এক ঘোষণায় জাস্টিন ট্রুডো এমনটাই জানিয়েছেন। জানা গেছে, বেতন ভর্তুকি প্রকল্পের আওতায় যোগ্য প্রতিষ্ঠানগুলোর কর্মীদের ৭৫ শতাংশ মজুরির দায়িত্ব নিয়েছে দেশটির সরকার। প্রতিজনকে সপ্তাহে সর্বোচ্চ ৮৪৭ ডলার সহায়তার এ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল আগামী মাসে। 

তবে সং'কট পুরোপুরি না কাটায় আগস্ট পর্যন্ত এ ভার বহনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ট্রুডো। কানাডার অর্থমন্ত্রী বিল মর্নো জানিয়েছেন, এখন থেকে নিব'ন্ধিত সংবাদ সংস্থা, অ্যাথলেটিক সমিতি, সরকারি মালিকানাধীন আদিবাসী সংস্থা, আর্টস, ড্রাইভিং, ভাষা, ফ্লাইট স্কুলসহ বেসরকারি স্কুল-কলেজগুলোও বেতন-ভর্তুকি সহায়তার জন্য আবেদন করতে পারবে। যেসব প্রতিষ্ঠানের আয় মার্চে ১৫ শতাংশ এবং এপ্রিল-মে মাসে অন্তত ৩০ শতাংশ কমে গেছে তারাই এ প্রকল্পের আওতায় সহায়তার যোগ্য বলে বিবেচিত হবে। তবে প্রয়োজনে এ নীতিতে পরিবর্তন আনা হতে পারে বলে ই'ঙ্গিত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। সূত্র : সিবিসি নিউজ কানাডা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে