রবিবার, ১৭ মে, ২০২০, ১২:০৯:১৩

করোনাভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে : ইমরান খান

করোনাভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :  লকডাউন চালানোর মতো পরিস্থিতি নেই পাকিস্তানের। লকডাউন পরিস্থিতি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সেই সিদ্ধান্তের পক্ষ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, করোনা চলে যাওয়ার মতো ভাইরাস নয়। এটি আরো থাকবে। তাই করোনাভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে।

ইমরান খান দরিদ্রদের সুবিধার্থে গণপরিবহন আবার চলাচল করার অনুমতি দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। তিনি বলেন, ফেডারেল সরকার বিষয়টি নিয়ে প্রদেশ সরকারের সঙ্গে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ১৫০ মিলিয়ন পাকিস্তানবাসী করোনার কারণে ধুঁ'কছে। শুক্রবারই পাকিস্তানের বিভিন্ন প্রদেশের প্রশাসকদের স্থানীয়ভাবে পরিবহন পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। মিডিয়ার সামনে ইমরান বলেন আমেরিকা, চীন ও ইউরোপের দেশগুলোর মতো টানা লকডাউন চালানোর ক্ষমতা পাকিস্তানের নেই। দেশের আর্থিক বৃদ্ধির ওপরে বিশাল প্রভাব ফেলছে লকডাউন।

এদিকে, পাকিস্তানে এখন পর্যন্ত ৩৮,২৯২ জন মানুষ করোনা আক্রা'ন্ত হয়েছেন। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এখনও পর্যন্ত ৮২১ জন মারা গিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিন মাস লকডাউনে রাখলে যদি করোনাকে হারানো যায় তাহলে আমরা লকডাউনের দিকেই এগোবো। তবে নিশ্চয়তা চান তিনি।

ইমরান খান আরো বলেন, বিজ্ঞানীরা বলেছেন, এই বছর কোনো ভ্যাকসিন (করোনার ভ্যাকসিন) আসছে না। তাই করোনা নিয়ে আমাদের বাঁচতে হবে। সূত্র: পাকিস্তান ট্রিবিউন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে