রবিবার, ১৭ মে, ২০২০, ০৫:৩৭:৫২

করোনার লাগাম টেনে চলতি মাসেই পর্যটনশিল্প পুনরায় চালু করছে তুরস্ক

করোনার লাগাম টেনে চলতি মাসেই পর্যটনশিল্প পুনরায় চালু করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : মে মাসের শেষ থেকেই দেশের অভ্যন্তরীণ পর্যটন স্পটগুলো চালু করছে তুরস্ক। আর আন্তর্জাতিকভাবে জুন মাসের মাঝামাঝি পর্যটন পুরোপুরি চালু করার কথা জানিয়েছেন দেশটির সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরী এরসয়। 

শনিবার তিনি তুরস্কের এনটিভিতে প্রচারিত এক সাক্ষৎকারে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি আশা করছি ২৮ মের পরে অভ্য'ন্তরীণভাবে কিছু পর্যটন এলাকা খোলা শুরু হবে। কয়েকটি দেশের সঙ্গে আন্তর্জাতিক পর্যটান চালু হবে জানিয়ে তিনি বলেন, আমরা আরও আশা করছি জুন মাসের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিকভাবে কিছু দেশের সঙ্গে পর্যটন শুরু করব।

এশিয়ার দেশগুলোর মধ্যে চীন ও দক্ষিণ কোরিয়া আমাদের প্রথম গন্তব্য হতে পারে বলে তিনি উল্লেখ করেন। এসময় জো'র দিয়ে বলেন, নোভেল করোনা ভাইরাসের প্রাদু'র্ভাবের ফলে হোটেলগুলোর বিস্তারিত তথ্য সরকারিভাবে তুলে ধ'রার কার্যক্রম শুরু করেছে তুরস্ক। এটি (সার্টিফিকেশন প্রোগ্রাম) বিশ্বে প্রথম ছিল এবং ইউরোপীয় ইউনিয়নও অনুরূপ একটি সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : আনাদলু নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে