আন্তর্জাতিক ডেস্ক : রহ'স্যজনকভাবে মা'রা গেলেন ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়েই। রবিবার ইসরাইলের রাজধানী তেল আবিবের নিজ বাসভবন থেকে তার ম'রদেহ উ'দ্ধার করে পুলিশ। ৫৭ বছর বয়সী দু ওয়েই গত ফেব্রুয়ারিতে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য ইসরাইলে আসেন।
এর আগে তিনি ইউক্রেনে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে ইসরাইল সরকারের মুখপাত্র মিকি রোসেনফেল্ড বলেন, তার বাসভবন থেকে তার ম'রদেহ উ'দ্ধার করা হয়েছে। দু ওয়েইয়ের এক সন্তান এবং স্ত্রী রয়েছে; তবে বর্তমানে তারা ইসরাইলে নেই।
চিকিৎসকদের বরাতে ইসরাইলের টিভি চ্যানেল ১২ জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ঘুমন্ত অবস্থাতেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে এখনও নি'শ্চিত হওয়া যায়নি। তার মৃত্যু কারণ অনুস'ন্ধানে তদ'ন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।
চীনের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক সবসময়ই ভালো। তবে দু'দিন আগে করোনা ভাইরাস প্রাদু'র্ভাবের জন্য চীনকে দো'ষারোপ করায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর মাইক পম্পেওর নিন্দা করেছিলেন ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়েই। সূত্র : বিবিসি, সিএনএন ও আলজাজিরা