আন্তর্জাতিক ডেস্ক : হিমাচল প্রদেশের স্পিতি এবং কিন্নৌরে আকাশসীমা ল'ঙ্ঘন করল চীনা হেলিকপ্টার। গত এপ্রিল মাসে দু-বার ভারতের আকাশে চীনা কপ্টার দেখা গিয়েছে বলে খবর। এর আগে লাদাখেও চীনা বাহিনীর চপার ভারতের আকাশসীনা ল'ঙ্ঘন করেছিল।
গত ১১ এবং ২০ এপ্রিল হিমাচল প্রদেশের লেপচা, সামডো এবং চাঙ্গো এলাকায় চীনা কপ্টার আকাশে উড়তে দেখা যায়। ভারতীয় সীমান্তের ১২ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত ভেতরে চিনা কপ্টার ঢুকে পড়ে বলে জানা গিয়েছে। ভারত-তিব্বত সীমান্ত এলাকায় চীনা কপ্টারের অনুপ্রবেশ সম্পর্কে উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন স্পিতির অতিরিক্ত জেলাশাসক গিয়ান সিং নেগি।
কিন্নৌর জেলায় গত মাসে আকাশসীমা ল'ঙ্ঘনের কথা স্বীকার করেছেন হিমাচল প্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সীতা রাম মারদি। এর আগেও একাধিকবার এই এলাকায় চীনা কপ্টার ঢুকতে দেখা যায় বলে অ'ভিযোগ। বছর কয়েক আগে কিন্নৌরের মুরাঙ্গ এলাকায় একটি ওয়্যারলেস ট্রান্সমিটার পাওয়া যায়। এটি চিনা চর বলে মনে করা হয়।-এই সময়