বাংলাদেশকে সহায়তা দিতে মানা করলেন ব্রিটিশ এমপি!
নিউজ ডেস্ক : বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে অর্থ সহায়তা না দিয়ে সেই অর্থ দেশের দুর্গত মানুষদের পেছনে ব্যয় করার দাবি তুলেছেন এক ব্রিটিশ এমপি।
যুক্তরাজ্যের ভয়াবহ বন্যার প্রেক্ষাপটে রোচডেল অঞ্চল থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি সিমন ডাঙ্কজুক বিবিসি রেডিও ম্যানচেস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি জানান। ব্রিটিশি সংবাদমাধ্যম মেট্রো খবরটি নিশ্চিত করেছে।
সিমন ডাঙ্কজুক বিবিসি রেডিও ম্যানচেস্টারকে বলেন, ‘আমরা কেন বাংলাদেশে অর্থ ব্যয় করবো যখন গ্রেট ব্রিটেনে অর্থ ব্যয় করার প্রয়োজন রয়েছে। আমাদের নিজেদের কী সমস্যা রয়েছে সেটা বিবেচনা করা উচিত, উন্নয়নশীল দেশের সমস্যা নয়। নিজেদের দেশকেই আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত।’ বন্যা যুক্তরাজ্যের মানুষের জন্য ভয়াবহ দুর্ভোগ ডেকে এনেছে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, যতো তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার দিকে নজর দেয়া উচিত।
উল্লেখ্য উত্তর ইংল্যান্ডে বন্যা ভয়াবহ রুপ নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বন্যায় ডুবে গেছে ডাঙ্কজুকের রচডেলের প্রায় ২০ হাজার ঘরবাড়ি। গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে প্রায় একলাখ মানুষ। -বাংলা ট্রিবিউন
৩০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস