মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ১১:০০:০৬

শিশুরা আক্রা'ন্ত হওয়ায় স্কুল চালুর এক সপ্তাহেই বন্ধ করে দিচ্ছে ফ্রান্স

শিশুরা আক্রা'ন্ত হওয়ায় স্কুল চালুর এক সপ্তাহেই বন্ধ করে দিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল ফ্রান্স সরকার। তবে সপ্তাহখানেক আগে নতুন করে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে নামকরা সাতটি বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, করোনাভাইরাসে শিশুরা আক্রা'ন্ত হওয়ার জেরে বিদ্যালয়গুলো আবারো বন্ধ করে দেওয়া হলো।

এর আগে গত সপ্তাহে ফ্রান্সের ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে খুলে দেওয়া হয়। সে দেশের শিক্ষামন্ত্রী জঁ মাইকেল ব্লাঙ্কার বলেছেন, গত সোমবার ৭০ জন শিশু আক্রা'ন্ত হয়েছে। বিদ্যালয় খুলে দেওয়ার পর তারা ক্লাসে এসেছিল।

ফ্রান্সের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, করোনা আক্রা'ন্তের জেরে নামকরা সাতটি বিদ্যালয় আবারো বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র : এনবিসি নিউজ, গার্ডিয়ান, নিউইয়র্ক পোস্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে