আন্তর্জাতিক ডেস্ক : প্রব'ল শক্তি নিয়ে ধেয়ে আসছে সু'পার সাইক্লোন আম্ফান। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আম্ফান। তার আগে মঙ্গলবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যা'পক আকারে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভা'ব পড়তে শুরু করে।
সকাল থেকেই এদিন দিঘার সমুদ্র সৈকতে প্রব'ল জলোচ্ছাসে লক্ষ্য করা যায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সব থেকে বেশি সামুদ্রিক জলোচ্ছ্বাসের আশ'ঙ্কা। ৪-৫ মিটার পর্যন্ত উঠতে পারে ঢেউ। বইতে পারে ঝোড়ো হাওয়া। উপকূলের কাছে হাওয়া বইবে সব থেকে বেশি। এর পাশাপাশি দ'মকা হাওয়া বইতে শুরু করে জেলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে।
ক্রমশ উপকূলে দিকে অগ্রসর হচ্ছে এই সুপার সাইক্লোন আম্ফান। যার ব্যাপক প্রভা'ব পড়তে পারে এ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। যে কথা ভেবে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে একাধিক সত'র্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই দিঘার সমুদ্র সৈকত জুড়ে মাইকিং প্রচারের মাধ্যমে মানুষকে সর্ত'ক করার কাজ চলছে।
এছাড়াও দিঘার আশেপাশের কয়েকটি গ্রামের মানুষজনকে পাশের সাইক্লোন সেন্টারগুলিতে নিয়ে আসার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। এমনিতেই করোনা আত'ঙ্কের জন্য দিঘা বর্তমানে পর্যটকশূন্য রয়েছে। তাই সেভাবে কোন ক্ষ'তির সম্ভাবনা না থাকলেও স্থানীয় মানুষজনকে সুর'ক্ষিত রাখতে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র : কলকাতা ২৪