আন্তর্জাতিক ডেস্ক: মহামা'রি করোনাভাইরাসের বিস্তার ঠে'কাতে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশজুড়ে সরকারিভাবে যে কয়েকদিন সাধারণ ছুটি চলবে ওই সময়ে দিনরাত ২৪ ঘণ্টার কারফিউ জা'রি করেছে ইরাক। আগামী রোবরার থেকে শুরু হয়ে ২৪ ঘণ্টার এই কারফিউ চলবে ২৮ মে পর্যন্ত।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ইরাকের মন্ত্রিপরিষদ (কাউন্সিল অব মিনিস্টিার) থেকে এক বিবৃতির মাধ্যমে এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। করোনার বিস্তার ঠে'কাতে দেশটিতে আংশিকভাবে কারফিউ জা'রি রয়েছে।
করোনার বিস্তার রোধে কারফিউ জা'রি করলেও রমজান মাস শুরু হওয়ার পর দেশটির সরকার এর সময়সীমা কমাতে শুরু করে। এখন দেশটিতে স্থানীয় সময় বিকাল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলছে। কিন্তু ঈদের ছুটিতে জনসমাগম ঠে'কাতেই এমন সিদ্ধান্ত।